দক্ষিণ ছাতক এলাকার মঈনপুর-আলীগঞ্জ সড়কের ২ কোটি ১১ লাখ টাকার বরাদ্দ গেল কোথায়?
বিশেষ প্রতিবেদক
সত্যবাণী
লন্ডন: ছাতক উপজেলার প্রত্যন্তদক্ষিণাঞ্চলের দোলারবাজার ও ভাতগাও দুইইউনিয়নকে সংযুক্তকরা গ্রামীন অবকাঠামো উন্নয়নপ্রকল্পের আওতাধীন মঈনপুর–আলীগঞ্জ সড়কনির্মাণে ২০২২–২৩ অর্থ বছরে ২ কোটি ১১ লাখ ৫০হাজার ৩৬ টাকা এলজিইডি বরাদ্দ দিলেও আজপর্যন্ত কোন কাজ হয়নি। প্রায় ৩ কিলোমিটারসড়কের মধ্যে ১.৫০ কিলোমিটার মাটির কাজেরটেণ্ডার হওয়ার খবর একটি সুত্রে জানা গেলেওকোনো কাজ দৃশ্যমান হয়নি। এতে জনমনেস্বভাবতই প্রশ্ন জেগেছে, ‘বরাদ্দকৃত ২ কোটি ১১ লাখটাকা গেল কোথায়?’
এদিকে, স্থানীয় দোলারবাজার ইউনিয়নের সাবেকচেয়ারম্যান শায়েস্তা মিয়া তার দায়িত্বকালে নিজউদ্যোগে ২০২২ সালে চেলারচরের দক্ষিণপ্রান্ত থেকেমঈনপুরের দক্ষিণ পর্যন্ত এই সড়কের প্রায় দুইকিলোমিটার মাটির কাজ ইউনিয়নের তহবিল থেকেপ্রায় সাড়ে তিনলাখ টাকা ব্যয়ে সম্পন্ন করেন।ভাতগাও ইউনিয়নের অংশে এক কিলোমিটারসড়কের মাটির কাজ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানসম্পন্ন করাবেন শোনা গেলেও তিনি তা করাননি।এতে এলাকার মানুষের মাঝে যে আশা জেগেছিল, তা আর পূরণ হয়নি।
উল্লেখ্য, এই জনগুরুত্বপূর্ণ সড়কটি মঈনপুরের সাথেচেলারচর, করিমপুর, ইসরাইলপুর, আনুজানি, মিয়াতৈল, বরাটুকা, ঝিগলি এবং পশ্চিমাঞ্চলে উত্তরও দক্ষিণ কুরশীসহ অসংখ্য গ্রামকে সংযুক্ত করারপরিকল্পনায় আনুজানি গ্রাম নিবাসী আপীলবিভাগের বিচারপতি এম ইমান আলীর সুপারিশেঅনুমোদিত হয়। সংযোগ সড়কটি নির্মিত হলে শুধুবর্ণিত গ্রামগুলো উপকৃত হবে না, ছাতক ওজগন্নাথপুর উপজেলার সাথে যাতায়াত সহজতরহবে। এই অঞ্চলে অসংখ্য বড় বড় বাজার ওশিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে মঈনপুর ডিগ্রিকলেজ, বুরাইয়া আলিয়া মাদ্রাসা, বুরইয়া স্কুল এণ্ডকলেজ, জাহিদপুর হাইস্কুল, আলিয়া মাদ্রাসা,আনুজানি হাইস্কুল, বরাটুকার আলীগঞ্জ বাজারসংযুক্ত হবে। উত্তর–পশ্চিম ও পূর্ব দিকে সিরাজগঞ্জবাজার, জাউয়া বাজার, গোবিন্দগঞ্জ বাজার, দোলারবাজার, বুরাইয়া বাজার এবং দক্ষিণ দিকে রসুলগঞ্জও লামা রসুলগঞ্জ বাজার যুক্ত হবে। সর্বোপরি ছাতকও জগন্নাথপুর উপজেলার এই বিশাল এলাকারবাসিন্দারা উপকৃত হবেন। লামা রসুলগঞ্জ সড়কেরসাথে প্রস্তাবিত সড়কটি সংযুক্ত করে আনুজানিসংলগ্ন চেলাগাঙের ওপর একটি ব্রীজ ২০২২ সালেনির্মিত হওয়ার পর সড়কের মাটির কাজ আর হয়নি। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে নির্মিতঅপরিসর পায়ে–হাঁটা একটি রাস্তা শুধু বিদ্যমানরয়েছে। এছাড়া গত মার্চ মাসে বিচারপতি(অব) এমইমান আলী নিজ অর্থায়নে চেলাগাঙের ব্রিজ থেকেইসরাইলপুর মাদ্রাসা পর্যন্ত ছাত্রছাত্রীদের চলাচলেরসুবিধার জন্য সড়কের অর্ধ কিলোমিটার মাটিরকাজ করিয়েছেন বলে জানা গেছে।