বীর মুক্তিযোদ্ধা শাহ এনামের জীবনাবসান

নিউজ ডেস্ক
সত্যবাণী 

লন্ডন: বীর মুক্তিযোদ্ধা শাহ এনাম ১৪ জুলাই শুক্রবার সকাল ৯ টায় সেন্ট বার্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে .. রাজেউন। ১৯৫৩ সালে তিনি বগুড়ার সারিয়াকান্দিতে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম শাহ মো: বেলায়েত হোসেন এবং মায়ের নাম তাহিরুন্নেছা। ১১ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দশম স্থানে।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর শাহ এনাম ১৮ বছর বয়সে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে সম্মুখ সমরে ফুসফুসে গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হন।
স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শাহ এনামকে চিকিৎসার জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা মার্শাল জোসেফ টিটুর সাবেক যুগোস্লাভিয়ায় পাঠিয়েছিলেন। চিকিৎসা শেষে তিনি লন্ডনে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। শাহ এনাম বিলেতের নাট্য এবং সাংস্কৃতিক অঙ্গনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন।
মৃত্যুকালে শাহ এনাম স্ত্রী, দুই ছেলে, এক নাতি, এক নাতনি এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযুদ্ধে তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করার জন্য জাতি তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
শাহ এনামের বড় ছেলে জাপান থেকে দেশে ফিরে আসার পর তাঁর দাফনের ব্যাবস্থা করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

You might also like