২১ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকে: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দীর্ঘ ২১ বছর পর একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ সেপ্টেম্বর শনিবার রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। ১৭ সেপ্টেম্বর রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিপন উপজেলার মুদৎপুর গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে।
বড়লেখা থেকে সংবাদদাতা জানান, ২০০২ সালে উপজেলার মুদৎপুর গ্রামের বেলাল আহমদ হত্যা মামলায় আদালত শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিনকে যাবজ্জীবন কারাদ- দেন। রায়ের পর তিনি পলাতক ছিলেন।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এএসআই আবু তালেবের নেতৃত্বে এএসআই আব্দুর রহিমসহ পুলিশের একটি দল ঢাকার আশুলিয়া এলাকায় এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) সহায়তায় অভিযান চালিয়ে শিপনকে গ্রেফতার করেন।
বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান রোববার বিকেলে বলেন, একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।