হবিগঞ্জে জবরদখল থেকে ১৭ একর সরকারি ভূমি উদ্ধার

সত্যবাণী

সিলেট অফিসঃ হবিগঞ্জের লাখাই উপজেলায় অবৈধ দখলদারদের কবল থেকে ১৭.১৮ একর সরকারি ভূমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ২৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের নেতৃত্বে বামৈ ইউনিয়ন ভূমি অফিসের বামৈ মৌজায় ১নং খতিয়ানের ১৭.১৮ একর ভূমি উদ্ধার করা হয়।

লাখাই থেকে সংবাদদাতা জানান, ভূমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধারের পর লাল নিশান টানিয়ে দেয়া হয়। একই সাথে ‘এই সম্পত্তির মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ লেখাসহ ভূমির পরিমান উল্লেখ করে একটি লাল সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে।

লাখাইয়ের ইউএনও নাহিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ভূমি সরকারি সম্পত্তি। অথচ দখলদাররা অবৈধভাবে দীর্ঘদিন থেকে ভোগ-দখল করে আসছিল। ভূমিটি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এমন উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

You might also like