বিশ্বনাথ যুবলীগের সম্মেলন ২৭ বছরেও হয়নি

সত্যবাণী

সিলেট অফিসঃ সিলেটের বিশ্বনাথে দীর্ঘ ২৭ বছরেও হয়নি উপজেলা যুবলীগের সম্মেলন! পদ-পদবি ছাড়া শুধু সংগঠনের নাম ধরেই চলছেন উদীয়মান ও প্রবীণ(!) যুবলীগের নেতাকর্মীরা। ১৯৯৭ সালের প্রথমদিকে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে সভাপতি ময়নুল ইসলাম আঙ্গুর আর মাহবুবুর রহমান লিলুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

বিশ্বনাথ থেকে সংবাদদাতা জানান, ওই সম্মেলনের দীর্ঘদিন চলে গেলেও আর সম্মেলনের মুখ দেখেনি যুবলীগের বিশ্বনাথের কর্মীরা। সম্মেলনের জন্য জেলা যুবলীগ নেতারা উপজেলা যুবলীগের সিনিয়র নেতাদেরকে বার বার তাগদা দিলেও কোন ফল হয়নি।

দায়িত্বপ্রাপ্তরা নিজেদের গুছগাছ করে চলে গেছেন মূল সংগঠন আ’লীগে। ফলে দীর্ঘদিন ধরে যুবলীগের কমিটি না থাকায় অভিভাবকহীন হয়ে পড়েছে এই সংগঠনটি। কর্মসূচি ঘোষণা হলে তা পালন হয় বিভক্তিতে। তাও অনেকটা নিস্ক্রিয় ও দায়সারাভাবে।

যুবলীগ নেতা-কর্মীদের দাবি দ্রুত সম্মেলন না হলে সংগঠন ধরে রাখা অনেক কষ্টের হয়ে পড়বে। ২০১০ সালে ৩ মাসের জন্য শেখ আজাদ, রুনু কান্ত দে ও মাসুদ আহমদকে সম্মেলনের দায়িত্ব দেয় জেলা যুবলীগ। কিন্তু তারা সম্মেলন আয়োজনে ব্যর্থ হন।

সর্বশেষ উপজেলা যুবলীগের সম্মেলনের জন্য ২০১২ সালের ২৩মে ৩ মাসের মেয়াদ দিয়ে ৫১ সদস্যের একটি আহবায়ক কমিটিও দেন জেলা যুবলীগ নেতৃবৃন্দ। ওই কমিটিতে ছিলেন মকদ্দুছ আলী আহবায়ক আর যুগ্ন আহবায়ক আশিক আলী ও আলতাব হোসেন। এই দু’টি কমিটিই সম্মেলন করতে ব্যর্থ হয়। কমিটির দায়িত্বপ্রাপ্ত এই নেতারাসহ অনেকেই চলে গেছেন উপজেলা ও পৌর আ’লীগের বিভিন্ন পদে। আবার অনেকেই নিস্ক্রিয় এবং কেউ কেউ যুবলীগ নেতা পরিচয় দিয়ে চলাফেরা করছেন। তারা এখন সিনিয়র সংগঠন আ.লীগের দায়িত্ব পালনে ব্যস্ত।

তবে কয়েকদিন থেকে কানাঘুষা চলছে উপজেলা যুবলীগের কমিটি দেবে জেলা যুবলীগ। তবে তা  অনিশ্চিত এবং অনুমাননির্ভর। ফলে পদধারি নেতাকর্মীরা বিভক্ত হয়ে বিভিন্নভাবে মিছিল মিটিং চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে যাদেরকে রাজপথে দেখা যায়, তারা হলেন জহুর আলী, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হক, শাহ আলম খোকন, মুহিবুর রহমান সুইট, সোহেল তালুকদার, রুহেল খান, তারা সবাই সভাপতি প্রার্থী বলে ঘোষণা দিয়েছেন।

জানতে চাইলে জেলা যুবলীগ সভাপতি ভিপি শামিম আহমদ বলেন, বিশ্বনাথ উপজেলা যুবলীগের দায়িত্ব প্রাপ্তদের নিয়ে বৈঠক করে অচিরেই সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।

You might also like