নবীগঞ্জে আগুনে দোকান পুড়ে ছাইঃ ২৫ লাখ টাকার ক্ষতি

সত্যবাণী
সিলেট অফিসঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় আধঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের।
নবীগঞ্জ থেকে সংবাদদাতা সাগর আহমেদ জানান, ৬ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে পৌর শহরের ওসমানী রোডে চৌদ্দহাজারী মার্কেটের প্রথম সারির মা ক্লথ স্টোর নামক কাপড়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দোকানের স্বত্বাধিকারী সন্তোষ দেব-এর বড় ছেলে পলাশ দেব জানান, এই দুর্ঘটনায় তাদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন পলাশ দেব ও স্থানীয়রা। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মুহিত আহমদ বলেন, আগুন লাগার খবর পেয়ে সেখানে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

You might also like