ঝুঁকিপূর্ণ কাজ করেন ফটো সাংবাদিকরা-প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ

সত্যবাণী
সিলেট অফিসঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, ফটো সাংবাদিকদের জীবন অনেক কঠিন। তাদের কাজ ঝুঁকি ও গুরুত্বপূর্ণ। তবে তারা তাদের কাজে তৃপ্তি ও আনন্দ পান।
তিনি আরও বলেন, ফটো সাংবাদিকদের একটি ছবি এক হাজার শব্দের প্রকাশ। একেকটি ইতিহাস। ছবি সব ভাষায় কথা বলে। সিলেটের ফটো সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় আমার অংশগ্রহণ থাকবে।
১৩ অক্টোবর শুক্রবার বিকেলে নগরির জল্লারপাড়স্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশেন (বিপিজেএ) সিলেট বিভাগীয় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
বিপিজেএ-এর সদ্যসাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও বর্তমান সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে এবং বর্তমান সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও জেলা আ’লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

You might also like