সিআইডি’র হাত থেকে হাতকড়াসহ আসামি পলাতক

সত্যবাণী
সিলেট অফিসঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিআইডির উপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামি ছিনতাইয়ের ঘটনায় শেষ পর্যন্ত হাতকড়াটি পাওয়া গেলেও এখনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম পিপিএম।
তিনি জানান, এ ঘটনায় জৈন্তাপুর থানায় গতকাল মামলা দায়ের করা হলে পুলিশ অভিযানে নামে। ছিনতাই হওয়া ধলাই মিয়ার (১৯) বাড়ি জৈন্তাপুরের লামা শ্যামপুর এলাকায়। আজ তার বাড়িতে অভিযান চালিয়ে আসামির ঘর থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়। তবে ধলাই মিয়া এখনো পলাতক রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। হামলায় আহত পুলিশ কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।
জৈন্তাপুর থেকে সংবাদদাতা জানান, ১৪ অক্টোবর শনিবার ভোর সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চৌকি বসিয়ে তল্লাশি চালান সিআইডির এসআই দ্বীপরাজ ধর প্রিন্স।
এ সময় সিলেট শহর অভিমুখী ট্রাক থামিয়ে তল্লাশিকালে চালক চোরাই মালামাল বহনের কথা স্বীকার করেন। চালক ধলাই মিয়াকে হাতকড়া পরিয়ে গাড়ি তল্লাশির চেষ্টাকালে কয়েকটি পিকআপ ও একটি নোহা মাইক্রোবাসে ৮০/৯০ জনের মাদক চোরাকারবারি দলের সদস্য দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা হাতকড়াসহ চালক ধলাই মিয়াকে ছিনিয়ে নেয়। তাদের হামলায় সিআইডি পুলিশের ওই কর্মকর্তা আহত হন। হামলায় ওই পুলিশ কর্মকর্তার হাত ভেঙে যায়।

You might also like