সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর-আবু জাহির এমপি
সত্যবাণী
সিলেট অফিসঃ হবিগঞ্জ জেলা আ’লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আ’লীগ সরকার নাগরিকদের যার যার ধর্মপালন করার অধিকার নিশ্চিত করেছে। এ ব্যাপারে বর্তমান সরকার বদ্ধপরিকর।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর সোমবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলায় প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি বলেন, আমরা বিশ্বাস করি সকলকে তাঁদের ধর্মপালন করার অধিকার এবং সুবিধা দেয়া সরকারের কাজ। আমরা সেভাবেই সুবিধা ও অধিকার দিয়ে আসছি এবং দিয়ে যাব।
অনুষ্ঠান শেষে এমপি আবু জাহির সদর উপজেলার ৭৮টি পূজামন্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের হাতে ৫শ’ কেজি করে সরকারি চালের অর্থ হস্তান্তর করেন। এরআগে তিনি ৭শ’ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ এবং আরও অর্ধশত নারী-পুরুষের মাঝে ঐচ্ছিক তহবিলের ১ লাখ ২৫ হাজার টাকা অর্থ সহায়তা বিতরণ করেন।
সদর উপজেলার ইউএনও আয়েশা আক্তারের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ।