গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের পূজামণ্ডপ পরিদর্শনে শমসের মবিন

সত্যবাণী
সিলেট অফিসঃ সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ড. শমসের মবিন চৌধুরী। ২২ অক্টোবর রোববার রাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দিরসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থেকে সংবাদদাতারা জানান, ঢাকাদক্ষিণে অবস্থিত শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে গেলে তাকে অভ্যর্থনা জানান পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিষু ভূষণ দেব, বিদ্যুৎ ভূষণ দেব, যুগ্ম-সম্পাদক উজ্জল দেব মিটু, সাধারণ সম্পাদক বিষলো ভট্টাচার্য বাবলু, সহ-সাধারণ সম্পাদক গোপাল বর্ধন।
এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ সব সময় অসাম্প্রদায়িক। এদেশে কোন ভেদাভেদ নেই। জাতি-ধর্ম-বর্ণ কোন বিভাজন নেই। এদেশ হলো গণতান্ত্রিক রাষ্ট্র। সকলের রয়েছে সমান অধিকার। এদেশ হলো সকল মানুষের দেশ।’
তিনি বলেন, ‘আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্য নিয়ে ১৯৭১ সালে দেশ স্বাধীন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারাত্বক আহত হয়েছি। জীবনবাজি রেখে এদেশ স্বাধীন করেছি। এদেশের মানুষের জন্য, সবার জন্য, আপনাদের জন্য।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তৃন্নমূল বিএনপি সিলেট জেলা শাখার আহবায়ক এমএ হান্নান, গোলাপগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সানাউল হক।
পরে তিনি ভাদেশ্বর খমিয়াপাতন সর্বজনীন পূজামন্ডপ ও বিয়ানীবাজারের কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন।
এদিকে, গত ১৬ অক্টোবর তৃণমূল বিএনপি’র চেয়ারপার্সন ড. শমসের মবিন চৌধুরীকে নিজ এলাকায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন বিএনপি’র নেতাকর্মীরা। ওইদিন বিকেলে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এই ঘোষণা দেয়। সমাবেশ শেষে শমসের মবিন চৌধুরীর কুশপুত্তলিকাও দাহ করেন তারা।
অবাঞ্ছিত ঘোষণার পর তিনি রোববার রাতে নিজ এলাকার পূজামণ্ডপ পরিদর্শনে আসেন।

You might also like