জাপা প্রার্থী আতিকের জিয়াফতঃ তদন্তে অনুসন্ধান কমিটি

সত্যবাণী
সিলেট অফিসঃ সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিকের আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের জিয়াফত খাওয়ানোর বিষয়টি তদন্ত করছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। ২৩ ডিসেম্বর শনিবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দক্ষিণ সুরমার ইউএনও ঊর্মি রায়।
তিনি বলেন, সাথে সাথে বিষয়টি অবগত হলে ব্যবস্থা নেয়া যেতো, যেহেতু বিষয়টি পরে জেনেছি, এখন এ বিষয়ে নির্বাচনে অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি তদন্ত করে দেখছে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এরআগে, সিলেট-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি দক্ষিণ ‍সুরমার মোগলাবাজার ইউনিয়নের জাহানপুর গ্রামে মতবিনিময় সভা ডেকে ২১টি গরু জবাই করে ভোটারদের ভূরিভোজ করান। সভার জন্য ৪০০ বর্গফুটের বেশি এলাকায় প্যান্ডেল বা মঞ্চ না করার বিধি থাকলেও তিনি বিশাল আকৃতির প্যান্ডেল ও শামিয়ানা টানিয়ে হাজারের বেশি লোককে জিয়াফত খাওয়ান। পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে আলোচিত হয় আচরণবিধি ভঙ্গের বিষয়টি।


 

You might also like