অবরোধে সিলেটের রাজপথে বিএনপি কোথায়?

সত্যবাণী
সিলেট অফিসঃ সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে ৮ নভেম্বর বুধবার সকাল ৬ টা থেকে বিএনপি’র তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হলেও সিলেটে অবরোধের কোন প্রভাব পড়েনি। অবরোধ ডেকে মাঠে নেই বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীরা। সিলেটের সড়কগুলোতে যানবাহন চলাচল আগের মতোই স্বাভাবিক ছিল। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসগুলো সিলেটে এসে প্রবেশ করছে। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকেও যথারীতি বাস ছেড়ে গেছে। অবরোধকারীদের বিশৃঙ্খলা ও যেকোনো ধরণের তৎপরতা ঠেকাতে সতর্ক ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সরেজমিনে দেখা গেছে, নগরির বিভিন্ন সড়কে সকাল থেকে হালকা ও ভারী যানবাহন চলাচল করছে। অফিসগামী লোকজনকে গণপরিবহনে ও ব্যক্তিগত গাড়ি নিয়ে কর্মস্থলে ছুটতে দেখা গেছে।
অবরোধের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত যানবাহন বন্ধ রেখেছে। তবে শিক্ষার্থীরা অবরোধ ডিঙিয়ে নির্ধারিত যানবাহন ছাড়াও গণপরিবহনে স্কুল-কলেজে যেতে দেখা গেছে।
৮ নভেম্বর বুধবার সকাল ৬টা থেকে বিকেল পর্যন্ত অবরোধকারীদের কোথাও কোন অবস্থান বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
এদিকে অবরোধকারীদের ঠেকাতে সিলেটের বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। তার পাশাপাশি র‌্যাব ও বিজিবি’র টহলও অব্যাহত ছিল।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে মাঝপথেই পণ্ড হয় যায় বিএনপি’র সমাবেশ। সমাবেশ বানচালের প্রতিবাদে পরের দিন ২৯ অক্টোবর বিএনপি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা ৩ দিনের অবরোধ কর্মসূচি দেয়া হয়।

You might also like