অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হবিগঞ্জ শহর || জেলা প্রশাসকের আশ্বাসে দুই দিনের জন্য আন্দোলন স্থগিত
নিউজ ডেস্ক
সত্যবাণী
হবিগঞ্জ: অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হবিগঞ্জ শহর,জেলা প্রশাসকের আশ্বাসে দুই দিনের জন্য আন্দোলন স্থগিত হবিগঞ্জে অসহনীয়-অবর্ননীয় লোডশেডিংয়ের প্রতিবাদে আজ সোমবার বেলা ১২টায় স্থানীয় আরডি হল মাঠে তরুণ, যুবক ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে সমাজকর্মী ও মানবিক মানুষ বিপ্লব কুমার রায় সুজন এর সভাপতিত্বে এবং হবিগঞ্জ জেলা ন্যাপের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ আহমেদ চৌধুরীর পরিচালনায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে পরবর্তিতে মানববন্ধনটি বিক্ষোভ মিছিলে পরিনত হয়। মিছিলটি শহর প্রদক্ষিনকালে শহরের টাউন হলের সামনে রাজপথে বসে আধা ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে। এসময় হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মর্তুজা হাসান নেতৃবৃন্দের সাথে দেখা করে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। এসময় ওসি মর্তুজা হাসান জানান যে, লোডশেডিং বন্ধসহ দাবি-দাওয়া নিয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান নেতৃবৃন্দের সাথে আলোচনার জন্য আহবান জানিয়েছেন বলে অবহিত করেন। পরে মিছিলটি শহর প্রদক্ষিন শেষে ঐতিহাসিক নিমতলা প্রাঙ্গনে সমবেত হলে মিছিলটি বিক্ষোভ সমাবেশ রূপান্তরিত হয়। এসময় বক্তব্য রাখেন, বিপ্লব রায় সুজন, এস এম ফরহাদ আহমেদ চৌধুরী, এডভোকেট সৈয়দ সামায়ুন বখত, আবুল কাশেম, রাহুল দাশগুপ্ত, বাসদ মার্কসবাদী জেলা সংগঠক শফিকুল ইসলাম, হবিগঞ্জ যাত্রী কল্যান পরিষদের সভাপতি শাহ জালাল উদ্দিন জুয়েল, দেওয়ান ঝুটন, মোঃ শাহজাহান, কাওছার আহমেদ, সাংবাদিক অপু আহমেদ রওশন, এস এম হেলালুর রহমান প্রমূখ।
পরে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান সমাবেশ স্থলে উপস্থিত হয়ে আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন। এসময় জেলা প্রশাসকের নিকট ফরহাদ আহমেদ চৌধুরী ৫ দফা দাবি তুলে ধরেন, দাবিসমূহ হল (১) পবিত্র মাহে রমজানে ইফতার, তারাবিহ ও সেহেরীর সময়ে বিদ্যুৎ সরবরাহ রাখতে হবে। (২) চলমান লোডশেডিং বন্ধে অতিসত্তর জাতীয় গ্রীড হতে হবিগঞ্জের জন্য প্রয়োজনীয় ১৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে হবে। (৩) বিপিডিপি হবিগঞ্জের অসাধু ও দূর্নীতিবাজ কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে হবে। (৪) গ্রাহকদের সাথে ভদ্রোচিত ও শোভনীয় আচরণ নিশ্চিত করতে হবে। (৫) টমটম গ্যারেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে।এসময় জেলা প্রশাসক বিক্ষুব্দ সমাবেশ স্থলে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং বাস্তবায়নের জন্য দুই দিনের সময় চান। জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষোভ সমাবেশের সভাপতি বিপ্লব কুমার রায় সুজন দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত ঘোষনা করেন। যদি আগামী দুই দিনের মধ্যে বিদ্যুতের নৈরাজ্যকর অবস্থার পরিবর্তন না ঘটে তাহলে পরবর্তিতে পিডিবি ভবন ঘেরাও কর্মসূচি পালনের আগাম আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।