আগামী নির্বাচন জাতীয় সরকারে অধীনেই দিতে হবে :মাওলানা মাহমুদুল হাসান
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সদ্যসমাপ্ত সিসিক নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেছেন, দেশের অস্তিত্ব আজ বিপন্ন। বর্তমান সরকার অবৈধ। এরা দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় এসেছে। অবৈধ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। এরা ক্ষমতায় গেলে আর নামতে চায় না। আগামী নির্বাচন জাতীয় সরকারে অধীনেই দিতে হবে। আমরা ইসলাম ও দেশের জন্য রাজনীতি করি।অথর্ব্য প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ১২ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় নগরির বাদাম বাগিচা বাজারে ইসলামী আন্দোলন বিমানবন্দর থানা শাখার আয়োজনে তৃণমূল সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, সিসিক নির্বাচনে এয়ারপোর্ট এলাকার জনগণের সহযোগিতা পেয়েছি, এজন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আমরা জনগণের জন্য রাজনীতি করে নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত রয়েছি। তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণ আজ দিশেহারা। দ্রব্যমূল্য সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকার বিদ্যুৎ বিল বাড়িয়েও লোডশেডিং নিয়ন্ত্রণ নিতে পারছে না এবং গ্যাসের মূল্যও বারবার বাড়ানো হচ্ছে। সিলেটে গ্যাসের নতুন কুপ পাওয়ার পরও নতুন সংযোগ দিতে পারছেন না। এতে প্রমাণ হয় সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে।সংগঠনের বিমানবন্দর থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর সভাপতি মুফতি সাঈদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খান, শ্রমিক নেতা মুহাম্মদ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নেতা মাওলানা সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা হোসাইন আল হারুন প্রমুখ।