আফগানিস্তানে শিখ সম্প্রদায় উপাসনালয় গুরুদুয়ারায় জঙ্গি হামলা বিশ্বব্যাপী প্রতিক্রিয়া
মতিয়ার চৌধুরী
সত্যবাণী
লন্ডন: আফগানিস্তানের রাজধানী কাবুল শহরের কারতা-ই-পারওয়ান এলাকায় শিখ সম্প্রদায়ে উপাষনালয় গুরুদোয়ারার জঙ্গি হামলার ঘটনা ঘটেছ। এই হামলার পর বিব্রতরকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তালেবান সরকারকে। দেশে বিদেশে প্রতিক্রিয়া শুরু হয়েছে। শনিবার ভোরে, একাধিক সশস্ত্র হামলাকারী গুরুদোয়ারায় ঢুকে এই জঘন্য হামলা চালায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমওআই) জানিয়েছে। এই জঙ্গি হামলায় আফগান শিখ ও হিন্দু সম্প্রদায়ের অন্তত একজন করে সদস্য নিহত হয়েছে, এমওআই-এর একজন মুখপাত্র আবদুল নাফায় তাকোর জানান হামলায় ইসলামিক এমিরেট বাহিনীর একজন সদস্যও নিহত হয়েছেন।
আফপানিস্তানের সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই এই হামলার নিন্দা করেছেন এবং এটিকে “সন্ত্রাসী ঘটনা” বলে অভিহিত করেছেন।কারজাই দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য একটি জাতীয় সংলাপ শুরু করার জন্য তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং অনুরোধ জানিয়েছেন সকল আফগানদের ঐক্যের মাধ্যমে দূর্ভোগ থেকে আফগানদের রক্ষা পাওয়া সম্ভব। হামিদ কারজাই আরো বলেন “আমি কর্তা-ই পারওয়ানে আমাদের শিখ সম্প্রদায়ের গুরুদোয়ারায় আজকের জঘন্য ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই,” এটি নিশ্চিত করেছেন আবদুল্লাহ আবদুল্লাহ, হাই কাউন্সিল জাতীয় পুনর্মিলনের সাবেক চেয়ারম্যান।আফগানিস্তানে জাতিসংঘের সহকারী মিশন এক টুইট বার্তায় “কাবুলের শিখ মন্দিরে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সেই সাথে হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে তালেবান সরকারের প্রতি আহবান জানিয়েছে।তালেবানরা নতুন করে আফগানিস্তানের ক্ষমতা গ্রহনের পর সেদেশের অন্যান্য ধর্মালম্বীদের নিরাপত্বা নিশ্চিত করতে পারেনি, সেই সাথে আগের মতোই নারীও হয়রানির শিকার হচ্ছে।জাতিসংঘ আফগান সরকারের প্রতি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও আফগানিস্তানের সব সংখ্যালঘুদের সুরক্ষারও আহ্বান জানিয়েছে। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে এই হামলার নিন্দা করেছেন এবং বলেছেন যে “আফগানিস্তানের উপাসনালয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় তারা গুরুতর উদ্বিগ্ন।এদিকে লন্ডনেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিখ ধর্মীয় নেতা রঞ্জিত সিং বলেন এটি অত্যন্ত দূঃখজনক ঘটনা তিনি এই হামলার জন্য তালেবান সরকারের উদাসীনতাকেই দায়ী করেন। সেই সাথে আফগানিস্তানের শিখ সম্প্রদায়ের নিরপত্তার দাবী জানিয়েছেন।