আর্থিক সংকটের মুখোমুখি হওয়া বাসিন্দাদের সহযোগিতা ও পরামর্শ সহায়তা দিচ্ছে সিটিজেন এডভাইস ইস্ট এন্ড

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ আপনি যদি জীবনযাত্রার ব্যয় সংকট নিয়ে উদ্বিগ্ন হন, তাহলে আপনি একা নন। তবে এমন বেশ কিছু উপায় বা বিষয় রয়েছে যা করার মাধ্যমে আপনার এনার্জী বিল কমাতে এবং অর্থ সঞ্চয় করতে পারেন।কস্ট–অব–লিভিং অর্থাৎ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চলমান সংকটের কারণে বিপুল সংখ্যক লোক আর্থিক সাহায্য এবং পরামর্শের জন্য দ্যা সিটিজেন এডভাইস ইস্ট এন্ড এর দ্বারস্থ হচ্ছেন।সিটিজেন অ্যাডভাইস হচ্ছে একটি জাতীয় চ্যারিটি সংস্থা, যা লোকজনকে তাদের সমস্যার জন্য প্রয়োজনীয় সঠিক সাহায্য ও সহায়তার পরামর্শ দিয়ে থাকে, যার মধ্যে রয়েছে পেনশন, ভোক্তা অধিকার, হাউজিং, বেনিফিটস্, ঋণ, অর্থ ব্যবস্থাপনা ইত্যাদি।এই সংস্থার টাওয়ার হ্যামলেটস্ এর টীম লিডার, আলী হালি বলেন, “সিটিজেন এডভাইস ইস্ট এন্ডে আমরা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সংকট মোকাবেলায় সংগ্রামরত বাসিন্দাদের সংখ্যা ক্রমাগত বাড়তে দেখছি। ফুডব্যাঙ্কের ওপর নির্ভরশীল হয়ে পড়া লোকদের সংখ্যাও দ্রুত বাড়ছে, তারা গ্যাস–বিদ্যুতের বিল পরিশোধ সহ অন্যান্য অতিপ্রয়োজনীয় খাতে ব্যয় করতে কঠিন চাপের মুখোমুখি হচ্ছে এবং ঋণ পরিশোধ নিয়ে তারা ভীষণভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, “২০২২ সালের জানুয়ারী থেকে এ পর্যন্ত , আমরা টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের ১৫ হাজার পাউন্ডেরও বেশি জ্বালানি ভাউচার প্রদান করেছি। যদি আপনি আর্থিকভাবে চরম সংকটে থাকেন, তাহলে আপনি কোন বেনিফিট বা আর্থিক সাহায্য পাওয়ার যোগ্য কি—না তা খুঁজে বের করার মাধ্যমে আপনার আয় বাড়াতে আমরা সাহায্য করতে পারি। যদি ঋণ পরিশোধ বা ব্যবস্থাপনা করতে আপনাকে লড়াই করতে হয়, তাহলে সিটিজেন এডভাইস আপনাকে বিশেষজ্ঞ ঋণ পরামর্শও প্রদান করতে পারে।”
তিনি বলেন, “আপনি যদি গ্যাস–বিদ্যুতের বিল পরিশোধে চাপের মুখে থাকেন, তাহলে আপনি প্রতিটির জন্য ৪৯ পাউন্ডের ফুয়েল ভাউচার পেতে পারেন। এটি মূল্যায়ন ভিত্তিক এবং যদি আপনার প্রি—পেমেন্ট মিটার থাকে, তাহলে এই ভাউচার পাবেন।

এছাড়াও কিভাবে আপনি এনার্জি এফিশিয়েন্ট বা জ্বালানী সাশ্রয়ী হতে পারেন, এবং এনার্জি বিলের ওপর ডিসকাউন্ট পাওয়া যায় — এমন সুযোগগুলো অন্বেষণ করতে পারেন, সে সম্পর্কে আমরা পরামর্শ দিতে পারি।“যদি আপনি মৌলিক গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করতে অপারগ হন, তাহলে আমরা আসবাবপত্র, হোয়াইট গুডস্ অথবা ছোট আকারের আর্থিক অনুদান চেয়ে বিভিন্ন ধরনের চ্যারিটি ও অর্গানাইজেশন এর কাছে আমরা আবেদন করতে পারি”, বললেন আলী হালি।যেকোন তথ্য জানতে বা পরামর্শের জন্য সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ০২০৩ ৮৫৫৫ ৪৪৭২ নাম্বারে কল করুন।কীভাবে অর্থ সাশ্রয় করবেন, সে সম্পর্কে আরও তথ্য এবং টিপসের জন্য সিটিজেন এডভাইস ইস্ট এন্ড—কে অনুসরণ করুনঃ Instagram @eastendcab orTwitter: @EastEnd_CAB

You might also like