ইংল্যান্ডে আরো শিথিল হচ্ছে লকডাউন
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ ইংল্যান্ডে আরো শিথিল হচ্ছে লকডাউন।ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, শনিবার থেকে ইংল্যান্ডে একাকি বসবাসকারীরা একে অন্যের ঘরে যাওয়া এমনকি আত্মীয় স্বজনদের ঘরে যাত্রী যাপন করতে পারবেন।এতে সামাজিক দূরত্ব বজায় না রাখলেও চলবে।১৮ বছরের বেশি বয়সী পরিবারের সদস্যরা তাদের দাদা-দাদী, নানা-নানী এবং বাবা-মায়ের সাথে গিয়ে দেখা করতে পারবেন। প্রয়োজনে রাত্রী যাপনেরও সুযোগ রয়েছে।বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন লোকজনের নি:সঙ্গতা কাটাতে এই প্রদক্ষেপ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী ইংল্যান্ডের বেশিরভাগ শিশুদের আর সেপ্টেম্বরের আগে স্কুলে যেতে হবে না বলেও নিশ্চিত করেন।এদিকে আগামী ১৫জুন থেকে অতিপ্রয়োজনীয় নয় এমন দোকান-পাট খুলে দেয়া হচ্ছে। এর ফলে বেকার হয়ে বসে থাকা হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃস্টি হবে।একই ভাবে খুলে দেয়া হচ্ছে চিডিয়াখান, সাফারি পার্ক, সিনেমা। ফলে মানুষ লকডাউন পরবর্তী বিনোধন করার সুযোগ পাবে।