এবার নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের সরকারি অবকাঠামোতে হামলার হুমকি পুতিনের

নিউজ ডেস্ক
সত্যবাণী

রাশিয়া: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ‘সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলোয়’ নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছেন। ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর মস্কোর দফায় দফায় হামলার পর পুতিন এই হুমকি দেন। ওই হামলায় ১০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।কিয়েভ থেকে আজ এএফপি এই খবর জানায়।এএফপি জানিয়েছে, রাশিয়া ৯০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় ১শ’টি ড্রোন নিক্ষেপ করেছে।পুতিন বলেছেন, পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে তার ভূ-খন্ডে ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায় এই নতুন হামলা চালানো হয়েছে।মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের প্রাক্কালে প্রায় তিন বছরব্যাপী চলমান এই যুদ্ধ সাম্প্রতিক দিনগুলোতে আরো তীব্র হয়েছে। উভয় পক্ষই নতুন নতুন অস্ত্র ব্যবহার করেছে।হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে পুতিন কাজাখের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা কিয়েভসহ সামরিক স্থাপনা, সামরিক-শিল্প বা সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলোর বিরুদ্ধে ওরেশনিকের ব্যবহার বাতিল করি নাই।’

কিয়েভের রাজধানীর একটি এলাকার একাধিক সরকারি ভবন সম্বলিত একটি জেলা কঠোর নিরাপত্তা ও সুরক্ষিত হলেও গত সপ্তাহে সেখানেও ভীতি বেড়েছে।রাশিয়া গত সপ্তাহে ইউক্রেনে তার নতুন ওরেশনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং পুতিন বৃহস্পতিবার জানান, একসাথে বেশ ক’টি অস্ত্র নিক্ষেপ করা একটি পারমাণবিক হামলার সমতুল্য।আস্তানায় পুতিন বলেন, ওরেশনিক যে কোনো কিছুকে ‘ধুলোয় মিশিয়ে দিতে পারে’ এবং ‘সূর্যের পৃষ্ঠের’ মতো তাপমাত্রায় আঘাত করতে পারে।তিনি বলেন, এটিএসিএমএস ব্যবহার করে রাশিয়ার ভূ-খণ্ডে কিয়েভের প্রথম হামলার পর রাশিয়াকে ‘যুদ্ধের পরিস্থিতিতে অস্ত্র পরীক্ষা করতে’ বাধ্য করা হয়েছে।পুতিন বৃহস্পতিবার বলেন, ওরেশনিক ‘প্রতি সেকেন্ডে প্রায় তিন কিলোমিটার’ ভ্রমণ করতে পারে।

ক্রেমলিন প্রধান বলেন, রাতের কয়েক দফা হামলা ছিল ‘আমাদের ভূ-খন্ডে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের অব্যাহত হামলার প্রতিক্রিয়া।’তিনি বলেন, ‘আমি বারবার বলেছি, আমাদের পক্ষ থেকে সব সময় প্রতিক্রিয়া আসবে।’মস্কো গত সপ্তাহে দিনিপ্রো শহরে তার নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে পশ্চিমা ও কিয়েভকে হতবাক করেছে।পুতিন আরো দাবি করেন যে, রাশিয়া জানে কিয়েভকে কতগুলো দূরপাল্লাার অস্ত্র দেওয়া হয়েছে এবং সেগুলো কোথায় রাখা হয়েছে।ইউক্রেনীয়রা যখন প্রায় তিন বছরের যুদ্ধে ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে।পুতিন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ওপর আশাবাদ ব্যক্ত করেন।পুতিন বৃহস্পতিবার রিপাবলিকান ট্রাম্পকে ‘বুদ্ধিমান ব্যক্তি’ হিসেবে অভিহিত করে স্পষ্ট কোনো কিছুর ইঙ্গিত না দিয়ে বলেন, ট্রাম্প সমাধান খুঁজে পেতে সক্ষম। রাতের বেলায় হামলায় ইউক্রেনের পশ্চিম লভিভ অঞ্চলে ১ মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার কয়েক ঘন্টা পর রুশ নেতা এ কথা বলেন।কর্মকর্তারা জানান, পশ্চিম রিভন অঞ্চলে আরও ২ লক্ষ ৮০ হাজার এবং উত্তর-পশ্চিম ভলিন অঞ্চলে ২ লক্ষ ১৫ হাজার মানুষ বিদ্যুত বিহীন অবস্থার মধ্যে দিনাতিপাত করছেন।ইউক্রেনের জরুরি পরিষেবাগুলো বলেছে, রাশিয়ার রাতের বেলার হামলা দেশটির পশ্চিমে হার্ড হিট অঞ্চলসহ সারাদেশের ১৪টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।

You might also like