করোনা নিয়ন্ত্রণে জারি করা জরুরি অবস্থা বৃদ্ধি করল পর্তুগাল
শাহ মো: তানভীর
সত্যবাণী
পর্তুগাল থেকে : পর্তুগালে জরুরি অবস্থা আগামী ৩০ই এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে । মঙ্গলবার ১৩ এপ্রিল দেশটির প্রেসিডেন্ট ড.মার্সেলো ডো সোসা জরুরি অবস্থা বাড়ানোর প্রস্তাব করেন।এবং গতকাল (১৪ এপ্রিল) বুধবার দেশটির পার্লামেন্ট সেই জরুরি অবস্তার অনুমোদন দেয় । আজ প্রধানমন্ত্রী এন্তোনিও কোস্টা মন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন এবং রাতে লকডাউন শীতিলের ব্যাপারে দেশবাসীর উদ্দেশ্য ব্রিফ করবেন।করোনা মহামারির পর থেকে এখন পর্যন্ত সর্বমোট ১৫বার সারা দেশে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট । তবে এবারের জরুরি অবস্থা জারির পর তিনি আশা প্রকাশ করেন,এটাই হয়তো শেষ জরুরি অবস্থা ।
এদিকে পর্তুগালে আবারো করোনার সংক্রমন বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন করোনার জন্য গঠিত বিশেষজ্ঞ প্যানেল।তাদের তথ্যে মতে পর্তুগালে ভাইরাস সংক্রমনের ট্রান্সমিসিবিলিটি ইনডেক্স ( আর ) ১.০৫ এর অধিক পৌছেছে।যা গত সপ্তাহে ছিলো (আর )১ এর নীচে।তাই বিশেষজ্ঞদের আশংকা আগামী দুই সপ্তাহে সংক্রমনের হার প্রতি লাখে ১২০ জন ছাড়িয়ে যেতে পারে।গত কয়েক সপ্তাহে সংক্রমনের হার যা ছিলো প্রতি লাখে ৭০ এর নীচে।তাই বিশেষজ্ঞরা সরকারকে সতর্কতার সহিত লকডাউন শীতিলের আহবান জানিয়েছে।উল্লেখ্য পর্তুগালে গতকাল করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের নতুন সংক্রমন ৬৮৪ জনের এবং আইসিইউতে আছেন ১১৬ জন।অর্থ্যাৎ সংক্রমন এবং মৃতের সংখ্যা গত সপ্তাহের তুলনায় উর্ধমূখী।এখন পর্যন্ত পর্তুগালে করোনা ভাইরাসে সর্বমোট মৃতের সংখ্যা ১৬ হাজার ৯৩১ জন এবং মোট সংক্রমন ৮ লাখ ২৮ হাজার ৮৫৭ জন।এবং করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে পুরোপুরি সুস্হ হয়েছেন ৭ লাখ ৮৬ হাজার ৪৬৯ জন ।