কানাইঘাট গোয়ালজুর আদর্শ তরুণ সংঘের উদ্যোগে শিক্ষার্থী সংবর্ধনা

এস এ রাহেল
সত্যবাণী

কানাইঘাট(সিলেট ) থেকেঃ সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের গোয়ালজুর আদর্শ তরুণ সংঘের উদ্যোগে বিগত জেএসসি/ জেডিসি ও এসএসসি /দাখিল সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে আর্থিক সহায়তা করেন ফ্রান্স প্রবাসী সুয়েব আহমদ এবং সৌদি আরব প্রবাসী আবু সাইদ।মঙ্গলবার (১৮ আগস্ট ২০২০) বিকাল ৩ টায় স্থানীয় গোয়ালজুর দারুল হুদা মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

গোয়ালজুর আদর্শ তরুণ সংঘের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ কমর উদ্দিন।স্বাগত বক্তব্য রাখেন গোয়ালজুর আদর্শ তরুন সংঘের সহ সাধারণ সম্পাদক কাওছার আহমদ।এ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ঝিংগাবাড়ী ইউপির চেয়ারম্যান আব্বাস উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাছবাড়ী মডার্ণ একাডেমির প্রধান শিক্ষক মাহবুবুল হক, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নূরুল আমীন, ইউনাইটেড কিন্ডারগার্টেন এন্ড স্কুল এর প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল মতিন, ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কবির আহমদ, ঢাকা জজ কোর্টের এড্যাভোকেট শরফ উদ্দিন, গাছবাড়ী উইমেন্স কলেজের প্রভাষক আমিনুল ইসলাম, দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন আজাদ, জিনিয়াস বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সৈয়দ এবাদুর রহমান, ঢাকনাইল মডেল কিন্ডারগার্টেনের সহকারি শিক্ষক জয়নাল আবেদীন, কবি কামরুল ইসলাম বুলবুল প্রমূখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আব্দুল লতিফ, আলা উদ্দিন, মতিউর রহমান, জয়নাল আবেদীন, জিয়াউর রহমান (ঢাবি), আব্দুল্লাহ আল মামুন, তারেক মানোয়ার, নাছিম, আশিকে এলাহি, হোসেন মোহাম্মদ এরশাদ, সইফ উদ্দিন, আব্দুল্লাহ, আব্দুল গাফ্ফার, সালমান উদ্দিন, আব্দুল গফফার, আব্দুল কাদির, হাফিজ সাদিক, রায়হান আহমদ, নাহিয়ান,কামরান, বুরহান উদ্দিন মুসা, নাজমুল ইসলাম, রায়হান আহমদ, আবুল বশর, হুমান আজাদ, সাইফুর রহমান, জামিল আহমদ, মাসুক আহমদ, মাহফুজ, সাফিয়ান, জামিল আহমদ, মোহাম্মদ তারেক মনোয়ার, কাইয়ুম, জাকির প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি নৈতিক গুণ অর্জন করে উচ্চ শিক্ষার মাধ্যমে আদর্শ নাগরিক হতে হবে। দেশের অগ্রগতি, উন্নতিতে বলিষ্ঠ ভুমিকা পালনে এগিয়ে আসতে হবে। সেই সাথে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।বক্তারা আরোও বলেন, গোয়ালজুর আদর্শ তরুণ সংঘ জন্মলগ্ন থেকে সুন্দর ও মহতি কাজ করছে। আশাকরি এই কার্যক্রম অব্যাহত থাকবে। বক্তারা সংঘের বিভিন্ন কার্যক্রমের ভুয়সী প্রসংসা করেন।সেই সাথে উক্ত অনুষ্ঠানে আর্থিক সহায়তা প্রদানকারী ফ্রান্স প্রবাসী সুয়েব আহমদ এবং সৌদি আরব প্রবাসী আবু সাইদকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ্য,গোয়ালজুর আদর্শ তরুণ সংঘের উদ্যোগে এবারে এলাকার এসএসসি ১৬, জেএসসি ৩৫,ক্বৌমি ৩ জন মোট ৫৪ জনকে সংবর্ধনা দেয়া হয়েছে।১৬ জনকে ১ হাজার করে টাকা ও প্রসংসা পত্র। অন্যদেরকে ডাইরি ও প্রসংসা পত্র সহ উপহার সামগ্রী দেওয়া হয়েছে।

You might also like