কোম্পানীগঞ্জে ভারতীয় কাপড়ের বড় চালানসহ ২ জন আটক

সিলেট অফিস
সত্যবাণী

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ১৩ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আটক করেছে পুলিশ। এ সময় শাড়ি ও লেহেঙ্গা চোরাচালানের সাথে জড়িত ২জনকে আটক করা হয়। তারা হলেন কাঠালবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে রিয়াজ মিয়া (৩০), ইব্রাহিম মিয়ার ছেলে মোঃ ইসমাইল মিয়া (২৮)। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে কাঠালবাড়ী থেকে তাদেরকে আটক করে।

কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা জানান, চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাঠালবাড়ী গ্রামের রিয়াজ মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযানে রিয়াজ মিয়ার ঘর থেকে ২৩ বস্তা ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়। এতে ১,১১০ পিস ভারতীয় শাড়ি ও ১৪৪ পিস লেহেঙ্গা ছিল। যার মূল্য ১৩ লাখ ২৬ হাজার টাকা। এ সময় রিয়াজ মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে তার সহযোগী অন্যদের তথ্য দেয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে মোঃ ইসমাইল মিয়াকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, চোরাচালান বিরোধী অভিযানে আমরা ১৩ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আটক করেছি। চোরাচালানের সাথে জড়িত ২জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

You might also like