ছাগল নিয়ে সৃষ্ট সংঘর্ষে গোয়াইনঘাটে ১জন নিহতঃ ৪ জন গ্রেফতার

সিলেট অফিস 
সত্যবাণী
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ছাগল নিয়ে কথা-কাটাকাটির জেরে আবদুল মান্নান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি খলাগ্রামের কুদরত উল্লাহর ছেলে। এ ঘটনায় সৃষ্ট সংঘর্ষে উভয়পক্ষের আরো ৭/৮ জন আহত হয়েছেন।
গোয়াইনঘাট থেকে সংবাদদাতা জানান, ৬ জুলাই শনিবার দুপুর ২টায় গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খলাগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সুত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, একটি ছাগলকে কেন্দ্র করে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খলাগ্রামের সাহেদ আহমদ ও পার্শ্ববর্তী নয়াখেল গ্রামের আব্দুল আলিমের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে ঘণ্টাখানেক পর সাহেদ ও আব্দুল আলিমের আত্মীয়-স্বজনেরা কথা-কাটাকাটির সূত্রে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় খলাগ্রামের শাহেদের পক্ষের আব্দুল মন্নানসহ ৭/৮জন এবং আব্দুল আলিমের পক্ষের ২ জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উপস্থিত হয়ে সংঘর্ষ থামিয়ে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে আব্দুল মান্নান মৃত্যুবরণ করেন।
পূর্ব আলীরগাঁও ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনার জের ধরে দু’টি পক্ষের সংঘর্ষে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম পিপিএম ঘটনার কথা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ তাৎক্ষণিক ৪ জনকে আটক করেছে। পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

You might also like