ছাতকে আবুল কালামের লাশ পরিবারের নিকট হস্তান্তর

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে আবুল কালাম হত্যা মামলার দুই জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো.মিজানুর রহমান বিপিএম এর দিক নির্দেশনায়, ছাতক সার্কেল এএসপি বিল্লাল হোসেন ও ছাতক থানার ওসি মোস্তফা কামাল,ইন্সপেক্টার অপারেশান মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই হাবিবুর রহমান,এসআই আব্দুল মান্নান, এসআই শামীম আকঞ্জি,এসআই জহির মিয়া, এএসআই সুমন গোপ সহ ছাতক থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফকৃতরা হলো আবুল কালাম হত্যা মামলার মুল আসামী উপজেলার পীরপুর গ্রামের মৃত. জমসেদ আলীর ছেলে নুর আলী (২০) ও একই গ্রামের মৃত. মদরিছ আলীর ছেলে শাহ আলম (২৭)

স্থানীয় ও পুলিশ সুত্রে জনা যায়, গত ২৪ আগষ্ট দুপুর দেড়টায় উপজেলার পীরপুর গ্রামের ৬ষ্ট শ্রেনীর ছাত্র ফাহিম আহমদ (১১) বাড়ীর উঠানে বাইসাইকেল চালানোর সময় একই বাড়ীর নুর আলী বাধা প্রদান ও গালীগালাজ করে। ফাহিম আহমদ এর চাচা ভিকটিম আবুল কালাম প্রতিবাদ করিলে আসামী নুর আলী তাহার হাতে থাকা ষ্টীলৈর পাইপ দিয়ে হত্যার উদ্দেশ্য বুকে জোরে আঘাত করলে আবুল কালাম মাটিতে লুটে পড়েন। পরে ভিকটিম আবুল কালামের উপর আবারো আক্রমন করার চেষ্টা করা হলে ভিকটিম আবুল কালামকে তার আত্বীয় স্বজন উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম আবুল কালামকে মৃত. ঘোষনা করেন।এ ঘটনায় নিহতের বড় ভাই জামাল মিয়া বাদী হয়ে আসামী নুর আলী সহ ৬জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়।এ বিষয়ে মামলার তদন্তকারী অফিসার এসআই হাবিবুর রহমান (পিপিএম) বলেন,নিহজতের লাশ পোষ্ট মডেম শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

You might also like