ছাতকে রোগমুক্তি কামনায় খতমে কুরআন, খতমে ইউনুছ ও খতমে বুখারী সম্পন্ন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে রোগমুক্তি কামনায় খতমে কুরআন, খতমে ইউনুছ ও খতমে বুখারী সম্পন্ন হয়েছে। আজ সোমবার নূতন বাজার দাখিল মাদ্রাসার হলরুমে যুক্তরাজ্য প্রবাসী দারুল হাদিস লতিফিয়া যুক্তরাজ্যের ট্রাস্টি আলহাজ্ব বশির আহমেদ এর সৌজন্যে তার স্নেহাশীষ ছোটবোন বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন, নূতন বাজার দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা ইলিয়াছ উদ্দিন (রহঃ) এর সহধর্মিণী, উপজেলার (সেওতরপাড়া) কাকুরা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মাছুম জামান, ফ্রান্স প্রবাসী মাওলানা ও কবি মামুনুর রশিদ মামুন, যুক্তরাজ্য প্রবাসী নুছরাত রুমি’র মমতাময়ী ” মা “এর সুস্থতা কামনায় পরিবারের উদ্যোগে সুস্থতা কামনায় পবিত্র খতমে কুরআন, খতমে ইউনুছ ও খতমে বুখারী সম্পন্ন হয়।

মাহফিলে খতম শেষে তার আশু রোগমুক্তি, বশির আহমেদ এর দীর্ঘায়ু, মুসলিম উম্মাহর শান্তি কামনা, এলাকার জিন্দা মুর্দা সকলের জন্যে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, উস্তাদুল আছাতিজা ওয়াল মুহাদ্দিছিন সৎপুর কামিল মাদ্রাসার অবসর প্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ শফিকুর রহমান।এসময় উপস্থিত ছিলেন, সৎপুর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ সালেহ আহমদ, মাওঃ রশিদ আহমদ চৌধুরী, মাওঃ আব্দুল বাছিত, মাওঃ মুনির উদ্দিন, মাওঃ সিরাজুল ইসলাম ফারুকী, উপাধ্যক্ষ বুরাইয়া কামিল মাদ্রাসা, মাওঃ আব্দুল আহাদ অধ্যক্ষ ছাতক ফাজিল মাদ্রাসা, মাওঃ আব্দুস সোবহান উপাধ্যক্ষ গোবিন্দ নগর ফাজিল মাদ্রাসা, মাওঃ আবু তৈয়ব মোঃ শামছুন নূর, সুপার নূতন বাজার দাখিল মাদ্রাসা, মাওঃ মোশাহিদ আলী, সুপার দশঘর দাখিল মাদ্রাসা, মাওঃ আজিজুর রহমান, সুপার লাকেশ্বর দাখিল মাদ্রাসা, মাওঃ মাহবুবুর রহমান সুপার কালারুকা দাখিল মাদ্রাসা, মাওঃ জুনাইদ আহমেদ সুপার দোলার বাজার দাখিল মাদ্রাসা, মাওঃ কামরুজ্জামান, সুপার গাবুরগাও দাখিল মাদ্রাসা, মাওঃ আব্দুল আউয়াল, সুপার ভুইগাও মাদ্রাসা, মাওঃ নরুল ইসলাম, সুপার কালির গাঁও দাখিল মাদ্রাসা, মাওঃ আব্দুস ছালাম, সুপার সুফি নগর দাখিল মাদ্রাসা, মাওঃ আজিজুর রহমান, সহ সুপার কুমারকান্দি দাখিল মাদ্রাসা, মাওঃসিরাজ উদ্দিন সুপার আবু বকর দাখিল মাদ্রাসা, মাওঃ আজিজুর রহমান সহ সুপার কালারুকা দাখিল মাদ্রাসা, মাওঃ ছাদিকুর রহমান সহ সুপার সুফি নগর দাখিল মাদ্রাসা, মাওঃ কুতুবউদ্দিন খতিব ধারণ বাজার জামে মসজিদ, মাওঃ আবু জাফর, খতিব কাকুরা জামে মসজিদ, মাওঃ কামাল উদ্দিন নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও অত্র এলাকার বিশিষ্ট উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ,মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

You might also like