স্বেচ্ছায় কারাগারে যেতে চান জামায়াত আমির
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকা: একাত্তরের মানবতা অপরাধের মামলায় দণ্ডিত এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে স্বেচ্ছায় গ্রেপ্তার হতে চান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি তা জানিয়েছেন।
২০১২ সালের ২২ আগস্ট গ্রেপ্তার এটিএম আজহারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুানালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ, ২০১৯ সালের ৩১ অক্টোবরের রায়ে বহাল রাখেন আপিল বিভাগ। রায় পুনর্বিবেচনায় রিভিউ করেছেন এটিএম আজহার।
মানবতা বিরোধী অপরাধে জামায়াতের পাঁচ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বিচার চলাচলে অথবা রায় ঘোষণার পর কারাগারে মারা গেছেন আরও পাঁচ জন। একমাত্র এটিএম আজাহার বেঁচে আছেন। জামায়াতের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ মিথ্যা মামলায় ও সাজানো সাক্ষীতে নেতাদের সাজা দিয়েছে।
৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্যান্য মামলায় জামায়াতের সব নেতা ছাড়া পেয়েছেন। মানবতা বিরোধী অপরাধের মামলা স্পর্শকাতর হওয়ায় জামায়াতও এতদিন এটিএম আজাহারের মুক্তির কথা বলেননি।
গত মঙ্গলবার থেকে এ দাবিতে মাঠে নেমেছে। জামায়াত আমির লিখেছেন, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময়মতো আমাকে যথাস্থানে পাবেন, ইনশাআল্লাহ।