ছাতকে সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল তালুকদারের উদ্যোগে রমজানের শুভেচ্ছা উপহার বিতরন
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী ইকবাল হোসেন তালুকদার এর উদ্যোগে সুনামগঞ্জের ছাতকে রমজানের শুভেচ্ছা উপহার বিতরন করা হয়েছে।রবিবার ”হাজী বশিদ মিয়া তালুকদার ট্রাষ্ট ইউ’কে” এর পক্ষ থেকে উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের চেচান, পরশপুর, বাউর, রাউতপুর, ধনপুর, হরিশরন, রামচন্দ্রপু ও হিন্দু সম্প্রদায়সহ ১০টি গ্রামের মধ্যবিত্ত, নিম্নবিত্ত, হতদরিদ্র ৫ শত পরিবারের মধ্যে চাল, ডাল, তেল,পেঁয়াজ, ছুলা, আলু, মরিচ,ধনিয়া, হলুদের গুঁডা, লবণ, ময়দা, সাবান, বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন তালুকদার, সুনামগন্জ জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এডভোকেট সাহাব উদ্দীন, তালামীযে ইসলামিযা সুনামগন্জ জেলা শাখার সাবেক সভাপতি হাফিজ রফিকুল ইসলাম তালুকদার, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সুমন আহমদ তালুকদার, আতিক মিয়া তালুকদার, , মাওলানা ইলিয়াছুর রহমান তালুকদার ,রফিক মিয়া তালুকদার, ফয়ছল তালুকদার, সাজ্জাদ তালুকদার, রায়হান তালুকদার , পারভেজ তালুকদার , শাহিন তালুকদার, জাবেদ তালুকদার, রায়হান তালুকদার , রিপন তালুকদার , রুবেল তালুকদার , ইমরান তালুকদার, পাভেল তালুকদার , নাইম তালুকদার, রিদয় তালুকদার, মুত্তাকিন তালুকদার, সবুজ তালুকদার, আলী হোসেন প্রমুখ।এ বিষয়ে মুঠোফোনে যুক্তরাজ্য প্রবাসী সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন তালুকদার বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে এখানকার সাধারণ কর্মজীবী মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। পবিত্র রমজান মাসে তাদের দূর্ভোগ লাঘবের জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস। পাশা-পাশি করোনা পরিস্থিতি সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান তিনি।