ছাতকে সাবেক ছাত্রলীগ নেতা’র উদ্যোগে খাবার স্যালাইন ও ঔষধ বিতরন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে ছৈলা-আফজালাবাদ ইউনিয়নে আঞ্চলিক ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নেপাল চন্দ্র দেবনাথ’র উদ্যোগে পানিবন্দি মানুষজনের মাঝে খাবার স্যালাইন ও ঔষধ বিতরন করা হয়েছে।শনিবার দিনব্যাপি ইউনিয়নের কহল্লা ও খলা গ্রামে পানিবন্দি ২০০টি মুসলিম ও হিন্দু পরিবারের মাঝে এসব বিতরন করা হয়।বিতরন কার্যক্রমের আনুষ্টানিক উদ্ভোদন করেন আঞ্চলিক ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নেপাল চন্দ্র দেবনাথ। বক্তব্য রাখেন, নুরুল্লাপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. নুরুজ্জামান সেলিম, লাকেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলানা সালেহ আহমদ কবির।

আঞ্চলিক ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নেপাল চন্দ্র দেবনাথ বন্যা পরবর্তী সময়ে আমাশ্বয়, জ্বর, ডায়েরিয়া ও চর্মরোগের প্রকোপ দেখা দিতে পারে। এসব মোকাবেলায় আপনাদের জন্য আমার পক্ষ থেকে এই ক্ষদ্র প্রয়াস। তিনি আরো বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতার কোন বিকল্প নেই। মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন, বাংলাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সুজন মিয়া, মো. কামীম আহমদ, শাহ-আবু তৈয়ব মো. গিলামন, মো. আফতাব আলী, মো. আব্দুস সাত্তার, নিরঞ্জন দেবনাথ শশী, ছাত্রলীগ নেতা আকরামুল, আফদাল হোসেন, আয়েশা বেগম, রেজাউল করিম, ছমির মিয়া, মনাই মিয়া, যাত্রা দাস, কামাল, মতছির আলী, সুবল, বাবুল মিয়া, আয়না মিয়া, আঙ্গুর মিয়া, গণী মিয়া প্রমুখ।

You might also like