জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় প্রতিষ্টানে ১৬৫০০ টাকা জরিমানা আদায়
শামীমআহমদতালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জথেকেঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়। বৃহস্পতিবার জগন্নাথপুর সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে জগন্নাথপুর সদর বাজারে অভিযান করা হয়।এ সময় মূল্য তালিকা না থাকায়, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও ট্রেড লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৬৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত বলেন,সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরী করে পেঁঁয়াজের মূল্য বৃদ্ধি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।