জনসনের সফল অস্ত্রোপচার

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রিটেনের প্রধানন্ত্রী বরিস জনসন। ১০ নম্বর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, সাইনাসের সমস্যার জন্য তিনি ভর্তি হয়েছিলেন। তার অপারেশন করা হবে, তবে তা বড় নয় বলে ডাউনিং স্ট্রিট জানিয়েছিল। খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।প্রধানমন্ত্রী বরিসকে সাধারণ অ্যানেসথিকের অধীনে রাখা হয়েছিল। তিনি এখন বাড়িতে ভর্তি হয়েছেন। তিনি সুস্হ না হওয়া পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাব প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। বরিস জনসনের মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবারই প্রধানমন্ত্রী কাজে ফিরতে পারেন। তবে এটা নির্ভর করছে তার স্বাস্থ্যের ওপর। যদিও চলতি রুয়ান্ডাতে কমনওয়েলথ রাষ্ট্রগুলোর সরকারের প্রধানদের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী বরিস।১০ নম্বর ডাউনিং স্ট্রিট জানায়, সোমবার সকাল ৬টায় প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি হন এবং সকাল ১০টায় বাড়ি ফিরে আসেন। অপারেশনের সময় বরিসকে কিছু সময়ের জন্য অচেতন করা হয়েছিল। তার অপারেশনও সফল হয়েছে বলে বরিসের মুখপাত্র জানিয়েছেন।

You might also like