জামিয়া সিদ্দিকিয়া আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট: জামেয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (র.) মাদরাসার মুহতামিম মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ির হুজুর বলেছেন, ঐতিহাসিক বদর যুদ্ধ ছিলো সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার অমূল্য স্মারক। বদর প্রান্তরেই ইসলামের বিজয়ের সূচনা হয়েছিলো। এই যুদ্ধের মাধ্যমেই ইসলামের স্বর্ণোজ্জ্বল সূচনা ও সত্য-মিথ্যার পার্থক্য নিরুপিত হয়েছিলো। বৃহস্পতিবার (২৮ মার্চ) নগরীর বালুচরস্থ জামিআ সিদ্দিকিয়ায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বিশ্বমানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জামিআ সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মবনুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জামিআ সিদ্দিকিয়ার পরিচালক মুফতি মনসুর আহমদ। জামিআ সিদ্দিকিয়ার উপপরিচালক মাওলানা রেজাউল হকের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন শৈলীর উপদেষ্টা ফিদা হাসান তাহসিন ও জামিআ সিদ্দিকিয়ার উপ-পরিচালক হেলাল হামাম।

মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল বিশ^বিদ্যলয়ের সাবেক ডিন অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ,সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের মৎস বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোশাররফ হোসাইন,কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সৈয়দপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ, জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার শিক্ষক ক্বারী মাওলানা মুখতার আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য মাওলানা মোসাদ্দিক আহমদ,উইমেন্স মডেল কলেজে শিক্ষক রাসেল আহমদ, জেলা পরিষদের সাবেক সদস্য ও ঝেরঝেরিপাড়া মাদরাসার ভাইস প্রিনিসপাল মাওলানা সহল আল রাজী, স্বপ্ন ফাউন্ডেশনের বাংলাদেশ রিজনাল প্রতিনিধি জামিল আহমেদ চৌধুরী, আল আরাফাহ ইসলামী ব্যাংরকর কর্মকর্তা মাওলানা আহমদ শাহ শামসুদ্দিন, প্রগতিশীল পাঠকসংঘ শৈলীর সভাপতি অরূপ নাগ প্রমুখ।সভাপতির বক্তব্যে জামিআ সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মবনু বলেন, ইসলাম শুধু মুসলিমদের জন্য আসেনি, ইসলাম এসেছে সমগ্র মানব জাতির কল্যাণ ও মক্তির জন্য। জামিআ সিদ্দিকিয়া প্রতিষ্ঠিত হয়েছে মানবজাতির কল্যাণ ও মুক্তির জন্য একদল কর্মী বাহিনী তৈরির জন্য। আমরা সকলের সহযোগিতা চাই।অনুষ্ঠানে ইফতারের আগে দেশ-জাতি ও মজলুম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করেন জামেয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (র.) মাদরাসার মুহতামিম মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ির হুজুর।

You might also like