ঝরে পড়া ঠেকাতে শিশুদের ইউএনও’র উপহার
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ করোনার ভাইরাস প্রাদুর্ভাবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বন্ধ থাকা গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে ও শিশুদের উৎসাহিত করার জন্য উপহার দিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির।
শনিবার দাপ্তরিক ছুটির দিনে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তিনি শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন। উপজেলার কালারুকা ইউনিয়নের বুবরাপুর (দিঘলবন্দ) গ্রামের বিভিন্ন স্কুল ও মাদারার শিশু শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি শুনে শুনেন ও প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের হাতে তিনি উপহার তুলে দেন। পামাপাশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে এসব কোমলমতি শিশুরা যাতে বই-পুস্তক থেকে দূরে সরে না যায় অভিভাবকদের যতœশীল হওয়ার আহবান জানান তিনি। এর আগে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াসব্লক নির্মাণের জন্য ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে গ্রামবাসীদের নিয়ে মতবিনিময় সভায় মিলিত হন উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির। এ সময় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব ও সহকারী শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মাসুম মিয়া উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ছাতক উপজেরা নির্বাহী অফিসার মো. গোলাম কবির জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকার শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যাতে এ সুবিধা থেকে বঞ্চিত না হয় ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনা ছেড়ে না দেয় তাই তাদেরকে উৎসাহিত করারা জন্য এ উদ্যোগ।