টাওয়ার হ্যামলেটসে অভিযান চালিয়ে ৫ হাজার পাউন্ড মূল্যের নিকোটিন ও ভ্যাপ পণ্য জব্দ
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ মেট্রোপলিটন পুলিশ এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ডস বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার পাউন্ড মূল্যের বিপুল পরিমাণ অবৈধ নিকোটিন ও ভ্যাপ পণ্য জব্দ করেছে।রোমান রোডে অবস্থিত ক্লাউড ভ্যাপজ সম্পর্কে বাসিন্দারা অসামাজিক আচরণ (এএসবি), চিৎকার চেঁচামেচি, মাদক ব্যবসা এবং ভীতি প্রদর্শনকারী গোষ্ঠির দলবদ্ধ উপস্থিতির অনেক অভিযোগ কাউন্সিলকে করেন।এমনও রিপোর্ট রয়েছে যে, দোকানের কাউন্টারে অবৈধ পণ্য যেমন ট্রেডমার্ক ও নকল ভ্যাপ সামগ্রী এবং নিকোটিনের বর্তমান আইনী সীমা লঙ্ঘন করে এমন ভ্যাপও বিক্রি হচ্ছে।এসব রিপোর্টের প্রেক্ষিতে কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ডস এবং মেট পুলিশ দোকানটিতে অভিযান চালিয়ে ৩২০টি অবৈধ নিকোটিন এবং ভ্যাপ পণ্য জব্দ করেছে, যার আনুমানিক মূল্য ৫ হাজার পাউন্ডেরও বেশি।
অভিযানের সময় দোকানের মালিক তার পরিচয় দিতে অস্বীকার করেছিলেন। কিন্তু অফিসাররা মেট ডাটাবেজের মাধ্যমে তাদের ট্র্যাক করতে সক্ষম হন।ট্রেডিং স্ট্র্যান্ডার্ডস এর পক্ষ থেকে দোকান মালিককে সতর্ক করা হয়েছে এবং পুরো বিষয়টি এখন পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে।কাউন্সিলের এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট বিষয়ক লীড মেম্বার, কাউন্সিলর কবির হোসেন এ প্রসঙ্গে বলেন, “নকল ভ্যাপ পণ্য বিক্রির দোকানগুলির সাথে সত্যিকারের বিপদ জড়িত রয়েছে, কারণ এতে নিকোটিনের সাথে অন্য পদার্থ মিশ্রিত থাকতে পারে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হতে পারে। এই দোকানে বিক্রি করা কিছু ভ্যাপে যুক্তরাজ্যে অনুমোদিত নিকোটিনের মাত্রার চেয়ে বেশি ছিলো যা তাদের ব্যবহারকারীদের জন্য বিপজ্জনক।তিনি বলেন, “ভ্যাপ পণ্য যেহেতু সস্তায় বিক্রি হয়, তাই এগুলো তরুণদের আকৃষ্ট করে এবং তাদের এই অভ্যাসগুলো গ্রহণ করতে উৎসাহিত করে যা তাদের স্বাস্থ্য ও সুস্থতার উপর আজীবন প্রভাব ফেলতে পারে।”
কাউন্সিলর কবির আরো বলেন, “অভিযানের সময়, স্থানীয় জনসাধারণ অফিসারদের কাছে যান এবং এ ধরনের স্বতঃপ্রণোদিত কাজের প্রশংসা করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা আশা করি, এই অভিযানের ফলে সংশ্লিষ্ট দোকান মালিক সহ যারাই অবৈধ পণ্য বিক্রি করছে এবং এএসবিকে উৎসাহিত করছে, তা কোনভাবে আমাদের এলাকায় সহ্য করা হবে না — এই মর্মে একটি শক্তিশালী বার্তা পাবে।আরও তথ্যের জন্য এবং অবৈধ তামাক পণ্য বিক্রিকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে রিপোর্ট করতে ভিজিট করুনঃ www.towerhamlets.gov.uk/tradingstandards