টাওয়ার হ্যামলেটসের ৫২৭০ টি পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে কাউন্সিল

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ করোনাভাইরাসজনিত মহামারীর এই কঠিন সময়ে টাওয়ার হ্যামলেটস বারার ৫ হাজার ২৭০ টি পরিবারে খাদ্যসামগ্রীর পার্সেল সরবরাহের মাধ্যমে কাউন্সিল ১৩ হাজার ৬১৪ জন বাসিন্দার খাবারের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে।এজন্য কাউন্সিলের পক্ষ থেকে সকল স্বেচ্ছাসেবী এবং যারা বাসিন্দাদের সাহায্যার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের ভূমিকা কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয় এবং তাদেরকে ধন্যবাদ জানানো হয়।জাতীয় ভলান্টিয়ার্স উইক বা স্বেচ্ছাসেবী সপ্তাহ (১ থেকে ৭ জুন) উপলক্ষে স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারির এই কঠিন সময়ে বারার বাসিন্দাদের জন্য আমরা ভলান্টিয়ার্স সেন্টার টাওয়ার হ্যামলেটসের সাথে মিলে কাজ করে যাচ্ছি। স্বেচ্ছাসেবীদের সমন্বয়কারী এই সেন্টারটি কোভিড-১৯ ভলান্টিয়ারিং হাব হিসেবে এবং বারার স্বেচ্ছাসেবী ও কমিউনিটি সেক্টরের সাথে ঘনিষ্টভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বেচ্ছাসেবীর জন্য আবেদন জানানোর পর এই সেন্টার ২ হাজার ১০০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়, যারা কমিউনিটিতে সত্যিকারের পরিবর্তন আনেন। তাদের সহযোগিতায়, আমরা ৫ হাজার ২৭০ টি পরিবারে খাদ্যসামগ্রীর পার্সেল সরবরাহের মাধ্যমে ১৩ হাজার ৬১৪ জন বাসিন্দার খাবারের ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। আমাদের আত্মনিবেদিত ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবীদের কঠোর পরিশ্রম ছাড়া আমরা কখনোই এটা করতে পারতাম না। এছাড়া স্থানীয় সাহায্যকারী গ্রুপগুলো পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিজেদের কমিউনিটিগুলোর সহযোগিতায় যে দয়াশীলতা ও মহানুভবতা দেখিয়েছে, সেজন্য তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ।ভলান্টিয়ারিং বা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে www.vcth.org.uk – এই ওয়েবসাইট ভিজিট করুন।

You might also like