ঢাকা বিশ্ববিদ্যালয় আ্যলামনাই ইন দ‍্যা ইউকে’র বিজয়ের সূবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান ১৯ ডিসেম্বর

প্রেস রিলিজ ডেস্ক
সত্যবাণী 

লন্ডন: ওমিক্রন ভাইরাসের দ্রুত ও ক্রমবর্ধমান সংক্রমণ রোধে সরকারের প্ল্যান বি ঘোষণার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আ্যলামনাই ইন  দ‍্যা ইউকের  সূবর্ণ জয়ন্তীর বিজয় দিবস অনুষ্ঠান হবে ১৯ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় ভার্চুয়াল প্লাটফর্মে। গত ১১ডিসেম্বর আ্যলামনাইর কার্যকরী কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার মাহারুন আহাম্মেদ মালার পরিচালনায় অনুষ্ঠিত সভায় তিনজন সহসভাপতিসহ কার্যকরী কমিটির ২৩ জন সম্পাদক ও সদস্য উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য যে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠানটি ১৮ ডিসেম্বর পূর্ব লন্ডনের একটি ইভেন্ট হলে জন উপস্থিতিতে হওয়ার কথা ছিল।
 বিজয় দিবসের সূবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষক, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জীবন্ত কিংবদন্তি সংগীত শিল্পী ‘মুক্তির গান’ খ্যাত মাহমুদুর রহমান বেনু। আরো বক্তব্য রাখবেন বিশিষ্ট আ্যলামনাই ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। বিজয় উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন আ্যলামনাই সাংস্কৃতিক দলের শিল্পীরা। অনুষ্ঠানে যুক্তরাজ্য ও পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত সকল আ্যলামনাই ও মুক্তি সংগ্রামীসহ সকলকে ভার্চুয়াল যুক্ত হওয়ার জন্য সদয় আমন্ত্রণ জানানো হয়েছে।
পুরো অনুষ্ঠানটি সংগঠনের ফেইসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং করা হবে।
You might also like