তারেক জিয়াসহ পলাতক আসামীদের রায় কার্যকর করতে হবে-সাসেক্স আ.লীগের ভার্চুয়াল সভায় নেতৃবৃন্দ
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
প্রবাস ডেস্ক: বাংলাদেশ আওয়ামীলীগ-এর সন্ত্রাস বিরোধী সমাবেশে ভয়াব গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং বেগম খালেদা জিয়াকে বিচারের আওতায় নিয়ে আসার দাবিতে যুক্তরাজ্যের সাসেক্স আওয়ামী লীগের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রোববার (২৩শে আগষ্ট) এ ভার্চুয়াল সভা অনুষ্টিত হয়।সাসেক্স আওয়ামীলীগের এর সভাপতি ইমানুজ্জামান মহির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলীমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান শরীফ, প্রধান আলোচকের বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস,এম সুজন, কার্যকরী কমিটির সদস্য আশরাফুল ইসলাম । সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাসেক্স আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুইজুর রহমান শামীম।বক্তারা বলেন, ২১ আগস্টের সেই রক্তাক্ত গ্রেনেড হামলায় ঘটনাস্থলেই নিহত হন ১৬ জন। পরে নিহতের সংখ্যা দাঁড়ায় ২৪ জনে। নারী নেত্রী আইভি রহমান ৫৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৪ আগস্ট মারা যান। আহত প্রায় দেড় বছর মৃত্যুর সঙ্গে লড়াাই করেন ঢাকা নগর পিতা মেযর মোহাম্মদ হানিফ।
আহত ৫ শতাধিক নেতাকর্মী দেহে স্পিøন্টার নিয়ে, হাত-পা-চোখ হারিয়ে অবস্থায় অভিশপ্ত জীবন কাটাচ্ছেন। অসংখ্য নেতাকর্মীকে চিরদিনের জন্য বরণ করতে হয়েছে পঙ্গুত্ব, অন্ধত্ব। তাদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি। বক্তারা আরো বলেন, বীভৎস ওই হামলার ঘটনায় দেশে-বিদেশে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি করলেও বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আলামত নষ্ট করার নানা চক্রান্ত প্রত্যক্ষ করেছে দেশবাসী। তবে এই ভয়াল ও নারকীয় এই হত্যাযজ্ঞের ঘটনায় তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তা সময়ের ব্যবধানে দেশবাসীর সামনে প্রকাশ পেয়েছে। বেগম খালেদা জিয়াকে বিচারের আওতায় নিয়ে আসার ও গ্রেনেড হামলার মাষ্টার মাইন্ড তারেক জিয়াসহ সকল পলাতক আসামীদের রায় কার্যকর করার জোরালো দাবি জানান ভার্চুয়াল সভায় বক্তরা।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাসেক্স আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ ফরিদ আলী, সহ-সভাপতি আব্দুল কাইয়ূম, সহ-সভাপতি বদরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সানাওয়ার আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ভূইয়া তাপস (প্রচারণার দায়িত্বপ্রাপ্ত), কোষাধ্যক্ষ সুুরত আলী, প্রবীণ সদস্য ফারুক আহমদ, গ্রেটার সাসেক্স যুবলীগের সভাপতি ফয়সল আম্বিয়া টিটু, সাধারণ সম্পাদক কয়েস আহমদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, সাসেক্স যুবলীগের সভাপতি সাহেদ আহমদ মুসা, সাধারণ সম্পাদক সালাম বক্স, সহ-সভাপতি সিতু কামালী প্রমুখ।