তাহিরপুর হাওরের বাঁধের কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ২৮ ফেব্রুয়ারির মধ্যে সুনামগঞ্জে হাওরের সব বাঁধের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক আমিনুল হক ভুইয়া। ২৮ জানুয়ারি শনিবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বিভিন্ন বাঁধের নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সুনামগঞ্জের তাহিরপুর থেকে সংবাদদাতা জানান, এ সময় তিনি বাঁধের গুণগত মান বজায় রাখার পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণে বাঁধের গোড়া থেকে মাটি উত্তোলন থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট পিআইসিদের নির্দেশনা দেন। বাঁধ নির্মাণকাজে কোনো ধরণের অনিয়ম প্রশ্রয় দেয়া হবে না বলে জানান তিনি।

বাঁধ পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাউবো’র প্রধান প্রকৌশলী শহীদুল ইসলাম, তত্বাবধায়ক প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুরের ইউএনও সুপ্রভাত চাকমা।এরআগে তাহিরপুর উপজেলার হলরুমে কাবিটা নীতিমালার আলোকে সুষ্ঠুভাবে হাওররক্ষা বাঁধ নির্মাণের লক্ষ্যে তাহিরপুর উপজেলাধীন বাঁধের পিআইসি সদস্যদের নিয়ে বিশেষ কর্মশালা ও মতবিনিময় সভা করেন পাউবো কর্মকর্তারা।তাহিরপুর উপজেলায় ১১৩ প্রকল্পের মধ্যে ৮৪ কিলোমিটার বাঁধ নির্মাণে ২০ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।এছাড়াও জেলার ১২ উপজেলার বিভিন্ন হাওরের বোরো ফসলের সুরক্ষায় বাঁধ নির্মাণের জন্য ১১০২ প্রকল্পে ২০৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।

You might also like