তাহিরপুরের আলোচিত সাকিব হত্যার দায়ে ১ জন গ্রেপ্তার
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সুনামগঞ্জের তাহিরপুরে আলোচিত সাকিব হত্যাকান্ডে জড়িত সন্দেহে বুলবুল আহমদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বুলবুল তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। শুক্রবার মধ্যরাতে তাহিরপুরের পাশের বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন।পুলিশ জানায়, তথ্য-প্রযুক্তির মাধ্যমে তাহিরপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলার পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রাম থেকে শুক্রবার মধ্যরাতে বুলবুল আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। ২৯ এপ্রিল শনিবার সকালে আদালতের মাধ্যমে পুলিশ তাকে জেলহাজতে পাঠায়। প্রসঙ্গত, গত সোমবার মধ্যরাতে সাকিব (২৫) নামে এক যুবককে রাস্তা থেকে তুলে বাড়িতে নিয়ে হাত পা ভেঙ্গে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ মোশারফ তালুকদারের লোকজন। নিহত সাকিব উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া টেকেরগাঁও গ্রামের মজিবুর রহমান ওরপে ভাটি মজিবুরের ছেলে। এই নিয়ে নিহতের পিতা উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও ঘাগটিয়া গ্রামের মোশারফ হোসেন তালুকাদরকে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ বলেন, পুলিশের বিভিন্ন টিম মাঠে কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যে সাকিব হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হবে।