ধামরাইয়ে সাংবাদিককে কুপিয়ে হত্যা, হাতেনাতে দুজন আটক
নিউজ ডেস্ক
সত্যবাণী
ধামরাই: পারিবারিক কলহের জেরে ঢাকার ধামরাইয়ে জুলহাস উদ্দিন (৩৫) নামে এক সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা করেছে তার দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী। এ ঘটনায় হত্যাকারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে একই দিন দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে তাকে ছুরিকাঘাত করা হয়।নিহত সাংবাদিক জুলহাস উদ্দিন ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিজয় টেলিভিশনের ধামরাই উপজেলা প্রতিনিধি। তিনি উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।
আটকরা হলো- নিহতের দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী ও মানিকগঞ্জ জেলার বিষু ব্যাপারীর ছেলে শাহিন (৩৫) এবং রাজধানীর রাজপথ পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি মোয়াজ্জেম (৩২)। তিনি মানিকগঞ্জ জেলার নুর মোহাম্মদের ছেলে।পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।ঘটনার সত্যতা স্বীকারকে ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা দৈনিক অধিকার বলেন, হত্যাকারীদের আটকের পাশাপাশি হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।