নগরীতে ভারী বর্ষণ আবারও সড়ক ও অনেক বাসা-বাড়ি পানিতে নিমজ্জিত

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ গত মঙ্গলবার রাতে সিলেট নগরীতে ভারী বর্ষণের কারণে নীচু এলাকার রাস্তাঘাট ডুবে যায় ও অনেক বাসা-বাড়িতে পানি উঠেছে। প্রবল বর্ষণের কারণে গত ১৮ জুন সকালে নগরীর বেশিরভাগ এলাকার বাসা-বাড়িতে পানি উঠায় সে সময় লোকজন চরম দুর্ভোগে পড়েন। ওইদিন মাত্রাতিরিক্ত বর্ষণের কারণে নগরী ও আশপাশ এলাকার সবক’টি ছড়া-নালায় পানি স্বাভাবিক মাত্রায় প্রবাহিত হতে না পেরে রাস্তাঘাট ডুবিয়ে বাসা-বাড়িতে উঠে।গত কয়েকদিন বর্ষণ কম হওয়ায় সিলেটে সুরমা নদীর পানি কমতে শুরু করে। ধীরে ধীরে বন্যা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে বিভিন্ন স্থানে। ইতোমধ্যে নগরীর বেশিরভাগ এলাকা থেকে পানি সরে গেছে। লোকজনও আশ্রয়কেন্দ্র থেকে বাসায় ফিরে যাচ্ছেন। কিন্তু গত মঙ্গলবার রাতে ভারী বর্ষণে আবার অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। মালনীছড়াসহ বেশ কয়েকটি ছড়ার পানি বৃদ্ধি পাওয়ায় নির্ঘুম রাত কাটাচ্ছেন অনেকে। কখন বাসায় পানি ঢুকে পড়ে এই আতংকে রয়েছেন তারা। অনেকে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তবে গতকাল বুধবার সকালের দিকে বর্ষণের পরিমাণ কমে আসে।

You might also like