প্রত্যকেই ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিত-ইউএনও মারিয়া হক

সত্যবাণী

সিলেট অফিসঃ সিলেটের বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেছেন, প্রত্যকেই ধর্মীয় অনুশাসনের মধ্যে চলাফেরা করা উচিত। ধর্মীয় রীতিনীতি মেনে চললে সমাজে শান্তি বিরাজমান থাকবে।

বালাগঞ্জ থেকে সংবাদদাতা জানান, ৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট কর্তৃক মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায়ে বালাগঞ্জ শ্রী গোপাল জিউ আশ্রমে বই বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

আশ্রম পরিচালনা কমিটির সদস্য, সাবেক ইউপি সদস্য তপন কুমার বণিকের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাব সভাপতি রজত চন্দ্র দাস ভুলন।

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবর্ত্তী, ইউপি সদস্য জয়দীপ চন্দ্র দাস, ট্রাষ্টের ফিল্ড অফিসার শুভ দে, আশ্রম পরিচালনা কমিটির সদস্য বিভাষ আচার্য্য বিকল, পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিবুল দাস, মাখন লাল সুত্রধর, দোলন বৈদ্য, দিলীপ দে প্রমুখ। শুরুতে গীতা পাঠ করেন প্রত্যশা রায় লোপা। অনুষ্ঠানে অতিথিদের বিদ্যালয়ের শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।

You might also like