প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো গোয়াইনঘাটের ৩ হাজার পরিবার
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভূমিহীন, গৃহহীন ও সুবিধাবঞ্চিত ৩ হাজার পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হস্তান্তর করা হয়েছে। ১৮ এপ্রিল মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর পক্ষে এই উপহার বিতরণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।গোয়াইনঘাট থেকে সংবাদদাতা জানান, সিলেটে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও পূর্বজাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবুর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, ইউএনও তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, থানার ওসি কেএম নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য তামান্না নাজমুল হেনা, সুবাস দাস, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, শামসুল আলম, সুভাষ চন্দ্র পাল ছানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএ মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, যুবলীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুফিয়ান আহমদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্য জাফলং ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন, ডৌবাড়ী ইউপি চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা লুৎফুল হক, মাস্টার নজরুল ইসলাম, শাহজাহান, মোজাম্মেল হক মেনন, যুবলীগ নেতা গোলাম কিবরিয়া রাসেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব প্রমুখ।