প্রয়াত সেক্রেটারী রুবি হকের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাজ্য নির্মূল কমিটির স্মরণ সভা
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক নারী নেত্রী রুবী হকের প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, আজীবন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী রুবী হক ছিলেন অন্যায়ের বিরোদ্ধে প্রতিবাদী কণ্ঠ। তার অকাল মৃত্যূতে নির্মুল কমিটিসহ ব্রিটেনের সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন অঙ্গনে নেমে এসেছে স্থবিরতা, যা সহজে পূরন হওয়ার নয়।
গত ২৫মে ছিল রুবী হকের প্রথম প্রয়ান দিবস। যুক্তরাজ্য শাখা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্মুল কমিটির সহসভাপতি সাংবাদিক নিলুফা ইয়াসমিন হাসান। সাধারন সম্পাদক বাচিক শিল্পি মুনিরা পারভিনের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনায় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি সাংবাদিক সৈয়দ আনাস পাশা, সিনিয়র সহসভাপতি সাংবাদিক মতিয়ার চৌধুরী, নুরুদ্দিন আহমদ, সৈয়দ এনামুল ইসলাম, স্মৃতি আজাদ, জামাল আহমদ খান, জোৎনা পারভিন, সেলিনা আক্তার জোৎস্না, জুয়েল রাজ, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, হোসনেয়ারা মতিন, নির্মুল কমিটির উপদেষ্টাদের পক্ষ থেকে প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাহমুদ এ রউফ, সাংবাদিক আবু সুসা হাসান, সাংবাদিক হামিদ মোহাম্মদ ও রুবি হকের স্বামী এ্যাডভোকেট মুজিবুল হক মনি।