বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে শাস্তি কার্যকরের দাবী স্পেন আ.লীগের

কবির আল মাহমুদ
সত্যবাণী

মাদ্রিদ,স্পেন থেকেঃ বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসায় বাংলার অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করেছে স্পেন আওয়ামীলীগ। গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৯টায় স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ জাতীয় সংগীত পরিবেশন ও কাল ব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্পেন আওয়ামী লীগ এর সভাপতি এস আর আই এস রবিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিজভী আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। বিশেষ অতিথির বক্তব্য দেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগ এর সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক এর উপর দৃষ্টিপাত করেন। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং আওয়ামী লীগে বঙ্গবন্ধু এবং স্বাধীনতার চেতনাবিহীন অনুপ্রবেশকারীমুক্ত দল আশা করেন। তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের শাস্তি কার্যকর করার দাবী জানান। এসময় বক্তারা, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রবাস থেকে সমন্বিতভাবে কাজ করতে একাত্মতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগ এর সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, একরামুজ্জামান কিরন, বদরুল ইসলাম মাস্টার, কবির হোসেন, সাখাওয়াত হোসেন বাবলু ৷সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক তামিন চৌধুরী, আজম কাল, এফ এম ফারুক পাভেল, এইচ এম হারুন অর রশিদ আকাশ, বেলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালি, তাপস দেবনাথ, আইন সম্পাদক এডভোকেট তারেক হোসাইন, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল, কোষাধ্যক্ষ জানে আলম, শ্রম বিষয়ক সম্পাদক কবির হোসেন জয়নাল, সদস্য জুয়েল বৈদ্য, আফসার হোসেন নিলু , আব্দুস সালাম, আবুল হোসেন, হাসান তারেক, কায়স মাওলা, শমসের ,ছাত্রলীগ নেতা হানিফ মিয়াজি, মাসুম শেখ, হৃদয়, সুমন, সজল, সাগরসহ আরও অনেকে ৷

অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালে রাতে শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।মোনাজাত পরিচালনা করেন স্পেন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক রিজভী আলম। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে নিহত সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্পেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

You might also like