বড়লেখায় খাসিয়া পুঞ্জির ৩ হাজার পান ও ২শ’ সুপারি গাছ কেটে দিল দুর্বৃত্তরা
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ছোটলেখা নালীখাই খাসিয়া পুঞ্জির একটি জুম বাগানের ৩ হাজার পান গাছ ও ২শ’ সুপারি গাছ কেটে দিয়েছে দৃর্বৃত্তরা।বড়লেখা থেকে সংবাদদাতা জানান, ১৯ আগস্ট শনিবার থেকে ২০ আগস্ট রোববার রাতের মধ্যে যে কোনো এক সময় দূর্বৃত্তরা এ অপকর্ম করেছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত পানচাষী সান্ডাই পপলেট রোববার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ছোটলেখা নালীখাই পুঞ্জির বাসিন্দা সান্ডাই পপলেট পান ও সুপারি চাষ করে জীবিকা নির্বাহ করেন। গত শনিবার ও রোববার রাত ৮টার মধ্যে যে কোনো এক সময় তার পানজুমের ৩ হাজার পান গাছ, ২শ’ সুপারি গাছ ও ৩০টি ফলন্ত কলাগাছ অজ্ঞাত দুর্বৃত্তরা কেটে ফেলে। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে সোমবার দুুপুরে বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।