বার্মিংহামের মোনতাহা যাচ্ছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ এ লেভেল পরীক্ষায় চারটি বিষয়ে ‘এ-স্টার’ পেয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন বার্মিংহামের মোনতাহা চৌধুরী। কিং এডওয়ার্ড সিক্স গার্লস হাই স্কুল এর কৃতি এ শিক্ষার্থী ভবিষ্যতে মানবসেবার ব্রত নিয়ে ডাক্তার হতে ইচ্ছুক।উল্লেখ্য বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথস এবং ইংলিশসহ মোট চার বিষয়ে এ-স্টার পেয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মুনতাহা।মোনতাহা চৌধুরীর বাবা মাহবুব আলম চৌধুরী মাখন বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাংলাদেশ কাউন্সিলের ভারপাপ্ত চেয়ারম্যান এবং একজন কমিউনিটি এক্টিভিস্ট। আর মোনতাহার মা আকছা চৌধুরী একজন গৃহিনী।২০১৯ সালে ভাই ডা. হামজা চৌধুরী ক্রাইওভার মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এবং বোন ডা. মোমেনা চৌধুরী ইউনিভারসিটি অফ বার্মিংহাম থেকে ডাক্তার হিসেবে ডিগ্রী অর্জন করেছেন ।মোনতাহা চৌধুরী এ অসাধারণ সাফল্যে উচ্ছসিত। এ কৃতিত্ব অর্জনে পিতা, মাতা এবং ভাই-বোনের সমর্থন পেয়েছেন বলে জানিয়েছেন মোনতাহা। মা আকছা চৌধুরী বলেছেন, ‘ডাক্তার ইঞ্জিনিয়ার হবে সেটা বড় কথা না, বড় কথা হলো, ভাল একজন মানুষ হোক।’ আনন্দিত মা তাঁর মেয়েটির জন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন।মোনতাহার দেশের বাড়ী ওসমানী নগর উপজেলার গোয়ালা বাজার ইউনিয়নের নিজ করনশী  ।

You might also like