বিয়ানীবাজার পৌর উন্নয়ণ সংস্হা ইউকে’র সম্মেলন ও নির্বাচন অনুষ্টিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ বিপুল উৎসাহ উদ্দীপনায় যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজার পৌরবাসীর প্রথম সংগঠন বিয়ানীবাজার পৌর উন্নয়ণ সংস্হা ইউকে’র সম্মেলন ও নির্বাচন পূর্ব লন্ডনের একটি হলে রবিবার ১২ ডিসেম্বর অনুষ্টিত হয়।সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাবেক সভাপতি সাহেদ আহমদ ও প্রস্তুতি কমিটির অপর সদস্য সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন রবিন এর পরিচালনায় অনুষ্টিত সভায় আর্থিক রিপোর্ট পেশ করেন সাবেক কোষাধ্যক্ষ আতিক হোসেন।আবু কাওছারের কোরআন তেলাওয়াত এর মাধ্যমে সভা শুরু হয়।সংস্হার উপদেষ্টা মরহুম রউফুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য মরহুম বাবুল আহমদ সহ সকল মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ নাজিম উদ্দিন। রিপোর্ট এর উপর বক্তব্য রাখেন রহিম উদ্দিন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাষ্ট এর সাবেক সভাপতি রফিক উদ্দিন,নিদনপুর-সুপাতলা ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উপদেষ্টা মুজিবুর রহমান এখলাছ,কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাষ্ট এর সাবেক সভাপতি হাফিজ নাজিম উদ্দিন,বাংলাদেশ সেন্টার এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর সভাপতি অজি উদ্দিন,আলী আহমদ বেবুল,পারভেজ আহমদ,কবির মাহমুদ,কামরুল হোসেন মুন্না,খালেদ আহমদ ডালিম,ডক্টর রুবেল আহমদ,রুহেল আহমদ তারিন,আব্দুল মুকিত,আব্দুল বাতিন,বাবুল হোসেন,ফাজায়েল আহমদ তারেক,আব্দুস সামাদ,আব্দুল কুদ্দুস,জাবির আহমদ প্রমুখ।

দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্টিত হয়।প্রধান নির্বাচন কমিশনার আসুক আহমদ এর সভাপতিত্বে ও কমিশন সচিব এম মাসুদ আহমদ এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আব্দুস শফিক ও কমিশনার করিম উদ্দিন।উল্লেখ্য সংস্হার ৪১ পদে মনোয়ন দাখিলের দিন কোন পদে প্রতিধন্ধী প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার জনাব আসুক আহমদ সভাপতি পদে শামীম আহমদ, সাধারণ সম্পাদক-পদে মোং নুরুজ্জামান,কোষাধ্যক্ষ পদে আবু বক্কর,সাংগঠনিক সম্পাদক পদে মারুফ আহমদ,সহ-সভাপতির ১০টি পদে আতিক হোসেন, খায়রুল ইসলাম আলিম, আমিনুল ইসলাম লিটন, আব্দুল বাছিত, গোলাম রাব্বানী, সাকের মাহমুদ তাফাদার, আক্তার হোসেন খান, ফাজায়েল আহমদ তারেক, সালেহ আহমদ,সহ-সাধারন সম্পাদকের ৪টি পদে মুজিব রহমান, শফিকুল হক এবাদ, আব্দুল মুকিত, আব্দুল কুদ্দুস,সহ-কোষাধ্যক্ষ পদে মহি উদ্দিন ফয়ছল,সহ-সাংগঠনিক পদে সুমন রহমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আব্দুস সামাদ,শিক্ষা বিষয়ক সম্পাদক পদে ডঃ রুবেল আহমদ,সহ শিক্ষা সম্পাদক পদে বাবুল হোসেন,সমাজকল্যাণ সম্পাদক পদে জাবির আহমদ,সহ-সমাজকল্যাণ সম্পাদক পদে আনোয়ার হোসেন সুলেমান,সাংস্কৃতিক সম্পাদক পদে জুবের আহমদ রিমন,সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুর রহমান সাব্বির,ক্রীড়া সম্পাদক পদে জামাল আহমদ,সহ-ক্রীড়া সম্পাদক পদে কয়েছ আহমদ,মেম্বারশীপ সম্পাদক পদে আব্দুল বাতিন,সহ-মেম্বারশীপ সম্পাদক পদে ছয়ফুল ইসলাম,দপ্তর সম্পাদক পদে কবির আহমদ আমিন,সহ-দপ্তর সম্পাদক পদে খালেদ হোসেইন,কার্যকরি সদস্যের ৯ টি পদে জসীম উদ্দিন,রহিম উদ্দিন রিপন,ফয়জুল ইসলাম,আক্তার হোসেন,সুজন আহমদ,আহমদ হোসেন,ফারহান হোসেন রিজু,মাহবুব হোসেন ও আইনুল ইসলাম বাবলু।

You might also like