ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত-৪
নিউজ ডেস্ক
সত্যবাণী
ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রামপুরে আজ সকাল পৌনে ৭টার দিকে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।মৃতরা, হলেন মো. দুদু মিয়া, মো. ফরিদ মিয়া, মুর্শেদা বেগম ও হোসনে আরা বেগম। তাদের মধ্যে তিন জনের বাড়ি উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে। আর হোসনে আরা খাতুন ইছাপুরা ইউনিয়নের খাদুরাইয়ের বাসিন্দা। তিনি বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত ছিলেন।এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, সকালে সিলেটগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক উপজেলার বিজয়নগর থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হন।
আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত ফরিদ মিয়াকে ঢাকা নেয়ার পথে তিনিও মারা যান।স্থানীয়দের বরাতে তিনি জানান, দুদু মিয়া, ফরিদ মিয়া ও মুর্শেদা বেগম একসঙ্গে মাটি কাটতে শাহবাজপুর যাচ্ছিলেন। এদিকে হোসনের আরা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। অটোরিকশা দিয়ে খাঁটিহাতা বিশ্বরোড গিয়ে সেখান থেকে বাসে করে তিনি ঢাকায় যেতেন। কিন্তু পথেই দুর্ঘটনা ঘটে। ওসি আরও বলেন, পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।