ব্রিটিশ বাংলাদেশী চার্টার্ড একাউন্টেন্টদের সংগঠন ‘দি একাউন্টেন্টস ক্লাব’ এর আত্মপ্রকাশ
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী চার্টার্ড একাউন্টেন্টদের প্রাণের সংগঠন ‘দি একাউন্টেন্টস ক্লাব’এর শুভ আত্মপ্রকাশ ঘটেছে গত ১৯শে নভেম্বর পূর্ব লন্ডনের রিজেন্ট লেক ভেন্যুতে।
বিশিষ্ট সঞ্চালক এবং বিবিসির প্রোগ্রাম হোস্ট নাদিয়া আলীর সঞ্চালনায়, সংগঠনের যুগ্ন আহ্বায়ক ইফতেখার চৌধুরী জাকিরের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিকাল ৩টায় সদস্যদের
নিবন্ধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উক্ত ক্লাবের যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ডাইনামিক এবং ইন্টারেক্টিভ ওয়েবসাইট উদ্বোধন, এডহক কমিটি এবং গঠনতন্ত্রের অনুমোদন, চারজন সুদক্ষ বিশেষজ্ঞের সরাসরি অংশগ্রহণে দুই ঘণ্টাব্যাপী বিশেষ প্রশিক্ষন কোর্স এবং সদস্যদের ফটো সেশন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল উপস্থিত বিলেতে বসবাসরত হিসাববিদদের নিজেদের মধ্যে মতবিনিময় ও নৈশভোজ।
নৈশভোজের পর সংগঠনের আহবায়ক নাছির উদ্দীন মূল বক্তব্য পাঠ করেন।ব্রিটিশ-বাংলাদেশ যৌথ ব্যবসা বাণিজ্যর সুযোগ সুবিধা নিয়ে বক্তব্য রাখেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি তানবীর এম আজিম, নতুন প্রজন্মকে একাউন্টেন্সি এবং ট্যাক্স পেশায় উদ্বুদ্ধ করে সংগঠনের সিনিয়র মেম্বার রাবেয়া ইসলাম, বিসনেস ডাইমেনশন নিয়ে মোহাম্মদ নিজাম উদ্দীন, একাউন্টেন্সি পেশা এবং তার সামাজিক প্রভাব নিয়ে ডক্টর সানোয়ার চৌধুরী, পেশাগত দক্ষতা নিয়ে ডক্টর মুশফিক উদ্দীন ও বর্তমান স্মল বিসনেস সারভাইভাল নিয়ে ফেডারেশন অফ স্মল বিসনেস প্রতিনিধি ভ্যাসীম গিল।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন লন্ডন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার সাফি আহমেদ।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদস্যদের অংশগ্রহনে কেক কেটে উক্ত ক্লাবের উত্তর উত্তর সফলতা কামনা করা হয়।
সর্বজন শ্রদ্বেয় সংগঠনের সিনিয়র সদস্য জনাব ফজলুর রহমান ব্রিটিশ বাংলাদেশী চার্টার্ড একাউন্টেন্টসদের ধন্যবাদ জানিয়ে রাত ১১টায় আত্মপ্রকাশ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করে।