ব্রিটিশ রাণীকে সরিয়ে প্রথম রাষ্ট্রপ্রধান নির্বাচিত করলো বার্বাডোজ
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ ঔপনৈবেশিক অতীতকে নির্মূল করতে বার্বাডোজ নিজেদের রাষ্ট্রপ্রধান হিসেবে ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথকে সরিয়ে প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত করেছে। আল জাজিরা
বার্বাডোজ প্রজাতন্ত্র এক বিবৃতিতে বলেছে, বুধবার রাতে দেশের হাউস অব অ্যাসেম্বলি এবং সিনেটের যৌথ অধিবেশনের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছেন সাবেক আইনবিদ এবং দ্বীপরাষ্ট্রটির গর্ভনর সান্দ্রা মেসন (৭২)। তিনি ৩০ নভেম্বর স্বাধীনতা দিবসে শপথ নেবেন।১৯৬৬ সালে স্বাধীনতা লাভ করা সাবেক এই ব্রিটিশ উপনিবেশে ৩ লাখেরও কম মানুষের বাস। ব্রিটিশ রীতিনীতির প্রতি আনুগত্যের জন্য একে ‘লিটল ইংল্যান্ড’ বলা হয়। ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে দীর্ঘ সম্পর্ক বজায় রাখা এই দেশটিতে সম্প্রতি পূর্ণ সার্বভৌমত্ব এবং স্বদেশী নেতৃত্বের দাবী উঠে।