ভাইরাসের বিস্তার রোধ করতে দূরত্ব বজায় রাখুন

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ বহুল কাংখিত সামার অর্থাৎ গ্রীষ্মকালীন উষ্ণ আবহাওয়া এখন বিরাজ করছে।এ অবস্থায় ঘরের বাইরে গিয়ে রোদের উষ্ণতা উপভোগ করতে সবাই দারুণভাবে প্রলুব্ধ হচ্ছেন। টাওয়ার হ্যামটেস কাউন্সিল চমৎকার উষ্ণ অবহাওয়া উপভোগ করার পাশাপাশি ঘরের বাইরে অবস্থানকালীন সময়ে অনুগ্রহ করে সরকারের নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার বিষয়টি স্মরণে রাখতে বারার বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার পরিবারের সদস্য নয়, এমন লোকজনের কাছ থেকে দুই মিটার দূরত্ব বজায় রাখা করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তবে এখন আপনি প্রায়শই ঘরের বাইরে যেতে পারেন এবং দূরত্ব বজায় রেখে জনসমক্ষে একজনের সাথে সাক্ষাতও করতে পারেন।গরমের এই সময়ে নিজেকে সতেজ রাখতে পানি পান করতে ভুলবেন না, সূর্য থেকে নিজেকে নিরাপদ রাখবেন এবং যখন আপনি নিজ ঘরে ফিরে আসবেন, তখন সাবান ও পানি দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড ভালো করে হাত ধুয়ে নিন।

You might also like